কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরেক পালক যুক্ত হল। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ঢুকে পড়লেন তিনি। ম্যাগাজিনের বিচারে ২০২১ সালের গোটা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন। সম্প্রতি ম্যাগাজিনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তারপরেই হই হই।
Introducing the 2021 #TIME100 featuring the 100 most influential people of the year https://t.co/NEApPrOrN0
— TIME (@TIME) September 15, 2021
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস থেকে শুরু করে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিন্স হারি এবং মেগান থেকে শুরু করে অভিনেত্রী কেট উইন্সলেট সহ আরো অনেকেই রয়েছেন এই তালিকায়। ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই ম্যাগাজিন বিভিন্ন ক্ষেত্র থেকে সেরা ব্যক্তিত্বদের বেছে নিয়ে এক তালিকা প্রস্তুত করে। সিনেমা জগৎ থেকে শুরু করে রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে ব্যবসায়ী, সব ধরনের ব্যক্তিত্ব নিয়ে তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকাতেই এবার ঠাঁই পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এই ম্যাগাজিনের প্রচ্ছদ লিখেছেন বিখ্যাত সাংবাদিক বরখা দত্ত।
আরও পড়ুন- বিজেপি নেতাদের নরকের কীটের সঙ্গে তুলনা করলেন কুণাল
সাংবাদিক বরখা দত্ত লিখেছেন, চিরপরিচিত রাবারের হাওয়াই চটি এবং সাদা শাড়ি পরা মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভারতের রাজনীতির নির্ভীক মুখ। ২ মে, বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসার পাশাপাশি তিনি এককথায় অপরাজেয় প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের শাসক দল বিজেপির লোকবল এবং অর্থবলের বিরুদ্ধে একা দূর্গ হয়ে দাঁড়িয়েছিলেন। ভারতীয় রাজনীতিতে অন্যান্য অনেক মহিলা নেত্রীদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও কারোর স্ত্রী, মা, মেয়ে কিংবা সঙ্গী হিসেবে পরিচয় করাতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা হয়, তিনি দলকে নেতৃত্ব দেন না, কারণ তৃণমূল কংগ্রেস দলটাই তিনি। জাতীয় স্তরে মোদীকে হারাতে যদি কোনও জোট বাঁধতে হয়, তাহলে মমতাই তাঁর প্রধান মুখ হবেন।