ভোটে পরাজয়ের কারণ খোঁজার বৈঠকে হামলা, অস্বস্তিতে গেরুয়া শিবির

ভোটে পরাজয়ের কারণ খোঁজার বৈঠকে হামলা, অস্বস্তিতে গেরুয়া শিবির

হাওড়া: ২০২১ এর বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বুধবার বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক চলাকালীন দলেরই কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ উঠেছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। যদিও দলীয় নেতৃত্বে দাবি, এরা দলের কেউ নন। বহিষ্কৃত সদস্য। এরা সেখানে কেন গিয়েছিলেন সেই প্রশ্ন তোলেন দলীয় নেতৃত্বরা।

দলের বক্তব্য, ডিসিপ্লিন মিটিংয়ে এরা ইনডিসিপ্লিন কাজ করছিলেন। এদের দল থেকে বহিষ্কার করা  হয়েছিল। সেই বহিষ্কৃত সদস্যদের এদিন মিটিং থেকে বার করে দেওয়া হয়। এছাড়া আর কিছুই হয়নি। তাদের মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বিধানসভা ভোটে হাওড়ায় দলের শোচনীয় ফলাফলের পর বিজেপির  পর্যালোচনা বৈঠক ঘিরে বুধবার ওই ঘটনা ঘটে।  সাংগঠনিক ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বুধবার ওই বৈঠকের আয়োজন করেছিল বিজেপি শিবির। সেখানেই মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে একজন হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় দলের জেলা সদর নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আক্রান্তদের অভিযোগ, তাঁরা সেই সভায় আমন্ত্রিত ছিলেন। সেই সাংগঠনিক সভায় তাঁরা যখন অংশগ্রহণ  করেন এবং তাঁদের অভিমত প্রকাশ করে বক্তব্য রাখছিলেন সেই সময় দলীয় নেতৃত্বের সামনেই তাঁদের উপরে ওই হামলা চালানো হয়।  গোলাবাড়ি থানায় বুধবার রাতে অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার  পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা জানান, অভিযোগকারীরা দলের কেউ নন। তাই তাঁরা সেখানে কি করতে গিয়েছিলেন সেই প্রশ্নও তোলেন তিনি। যদিও অভিযোগকারীদের বক্তব্য, তাঁদের সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল  পদাধিকারবলে। তাই তাঁরা সেখানে গিয়ে তাঁদের বক্তব্য রাখতে চেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *