ঘর শত্রু বিভীষণদের দাপটে অনাস্থায় হেরে বিজেপির হাত ছাড়া পঞ্চায়েত

ঘর শত্রু বিভীষণদের দাপটে অনাস্থায় হেরে বিজেপির হাত ছাড়া পঞ্চায়েত

বনগাঁ: বনগাঁ ব্লকের চৌবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে সম্প্রতি অনাস্থা প্রস্তাব এনেছিলেন পঞ্চায়েতের ৮ জন সদস্য। এই ৮ জন সদস্যের মধ্যে ২জন বিজেপিj সদস্য রয়েছে। বৃহস্পতিবার চৌবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েত অফিসে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সেখানে বিজেপির অন্য পঞ্চায়েত সদস্যরা কেউ উপস্থিত ছিলেন না৷ 

প্রশাসন জানিয়েছে যে ৮ জন সদস্য উপস্থিত ছিলেন সকলেই প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। যদিও বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে এবং অর্থের লোভ দেখিয়ে কয়েকজন পঞ্চায়েত সদস্যকে কেনা বেচা করা হয়েছে৷ আসলে বাংলায় গণতন্ত্র যে নেই সেটা আরও একবার প্রমাণিত হল৷

গত ১৪ অগাস্ট বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল পঞ্চায়েতের ১৪ জনের মধ্যে ৮ জন সদস্য। ৩১ অগাস্ট প্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক ডেকে ছিল প্রশাসন। বিজেপি এই ভোটের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। এদিনে ফের  নতুন করে ভোটাভুটি প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত অনাস্থা ভোটের উপরে কোন স্থগিতাদেশ দেয় নি। কিছু কাগজপত্রে সমস্যা ছিল। তাই নতুন করে ভোট করবার কথা বলেছিল আদালত। আদালতের নির্দেশ কে মান্যতা দিয়ে আজ ভোটাভুটি হয়েছে। যদিও এবিষয়ে অপসারিত পঞ্চায়েত প্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *