সাত সকালে ঝাটা হাতে পানা পুকুরে কেন্দ্রীয় মন্ত্রী! কিন্তু কেন?

সাত সকালে ঝাটা হাতে পানা পুকুরে কেন্দ্রীয় মন্ত্রী! কিন্তু কেন?

বাঁকুড়া: সাত সকালে ঝাড়ু ও কোদাল হাতে পুকুর ঘাট পরিষ্কারের কাজে হাত লাগালেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচির অঙ্গ হিসেবে তাঁর নিজের লোকসভা কেন্দ্রের বাঁকুড়া শহরের লোকপুরের একটি পুকুরে এই কাজ করেন।

বিজেপি সূত্রে খবর, দলের নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে ‘আসুন সকলে অন্যের সেবায় নিজেকে যুক্ত করি’ স্লোগানকে সামনে রেখে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তবে যেহেতু আজ জন্মদিন তাই আজকেই বেশিরভাগ সেবা কাজ হবে। রক্তদান, গরিবদের কে কাপড় দেওয়া, বাচ্চাদের পড়ার সামগ্রী বিতরণ, অনাথলয়ে যাওয়া, বয়স্কদের ফল দেওয়া, হাসপাতালে ফল বিতরণ- দিনভর দলের তরফে এই ধরনের সেবা কাজ করা হবে৷ এদিন এই কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার উপস্থিত কচিকাঁচাদের সঙ্গে পরিচয় পর্ব সারার পাশাপাশি নিজের হাতে তাদের  ক্ষীর খাইয়ে দেন। এমনকি ‘স্বচ্ছ ভারত’ গড়তে তাদেরও অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন।

পরে ডাঃ সুভাষ সরকার প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণান ও জাতীয় শিক্ষক দিবস পালনের প্রসঙ্গ টেনে বলেন, আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন। তাঁর জন্মদিনে মানুষকে সেবা করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। জন্মদিনে সমারোহ হবে, তা সেবার মাধ্যমে। একেবারে প্রান্তিক মানুষটিও যাতে ‘সেবা পান’ তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fifteen =