কলকাতা: আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিষের উপর গবেষণা সংক্রান্ত তথ্যকেন্দ্রটি বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার এই কলেজ ও হাসপাতালের পয়জন সেন্টারটিকে বিশ্বসেরার স্বীকৃতি দিয়েছে৷
সংস্থার তরফে ইমেল করে হাসপাতাল কর্তৃপক্ষকে এই কথা জানানো হয়েছে। হাসপাতালে বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস জানিয়েছেন, এখন থেকে এই তথ্য কেন্দ্র থেকে বিষ সংক্রান্ত যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে, বিশ্বের কাছে সেটা প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃতি পাবে৷ পাশাপাশি আগামী দিনেও বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি পয়জন সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে৷ উল্লেখ্য ২০১৮ সালে আরজিকর হাসপাতালে এই সেন্টারটি তৈরি হয়েছিল৷