ভোট হিংসায় নিহত আইএসএফ কর্মীর বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল

ভোট হিংসায় নিহত আইএসএফ কর্মীর বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল

b8c9fc8da0cc6ed7432a1849d6af7d09

 

দত্তপুকুর: ভোট-পরবর্তী হিংসায় খুন হয়ে যাওয়া আইএসএফ কর্মী হাসানুর জামানের বাড়িতে আজ সকালে আবারও সিবিআইয়ের প্রতিনিধিদল। গত ২ মে ভোটের ফলাফল প্রকাশের পরের দিনই দেগঙ্গা বিধানসভার দত্তপুকুরের গ্রামে আইএসএফ কর্মী হাসানুর জামানকে মাঠের মধ্যে বোমা মেরে খুন করা হয়৷ ওই ঘটনায় আইএসএফের এর পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল।

অবশেষে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে এবং নিহত কর্মী হাসানুর জামানের বাড়িতে আজ সকালে তৃতীয়বার সিবিআই এর  প্রতিনিধিদল এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।  হাসানুর জামানের খুনের ঘটনার তদন্তে সিবিআই প্রাথমিকভাবে জানতে পেরেছে, সংশ্লিষ্ট মামলার তদন্তে পুলিশের গাফিলতি রয়েছে৷ নিহতের স্ত্রী এবং পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘক্ষন আলাপ আলোচনা করার পরে সিবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রকৃত দোষীরা শাস্তি পায়নি বলেই আগেই তদন্তকারীদের কাছে অনুযোগ প্রকাশ করেছিলেন নিহতের পরিজনেরা৷ সঠিক কারণ জানতেই ফের সিবিআই আধিকারিকরা এদিন ওই গ্রামে গিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ সূত্রের খবর: এদিন হাসানুর জামানের পরিবারের সঙ্গে কথা বলার সময় খুনীদের দ্রুত শাস্তির বিষয়ে তাঁদের আশ্বস্ত করেন আধিকারিকেরা৷

আজ সকালে দত্তপুকুর গ্রামে হাসানুর জামানের বাড়িতে পৌঁছায় এই গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দল।হাসানুর জামানের পরিবারের সঙ্গে কথা বলার পর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সেখানে গ্রামবাসীরাও তদন্তকারীদের কাছে আর্জির সুরে বলেন, ‘‘হাসানুর জামানের খুনের ঘটনায় প্রকৃত দোষীরা যেন বাদ না যায়, সেদিকে আপনারা সজাগ থাকলে ভাল হয়৷’’ যদিও তদন্তের বিষয়ে আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *