পটাশপুর: এলাকায় আগে থেকেই জল জমে ছিল৷ তার ওপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিস্তৃর্ণ এলাকা৷ ইতিমধ্যেই জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি। কোথাও নেমেছে বাঁধে ধস আবার কোথাও ভাঙছে মাটির বাড়ি। বিপর্যস্ত রাস্তাঘাট, সেতু। প্রশাসন সূত্রের খবর, গ্রামের পর গ্রাম প্লাবিত৷ জলবন্দী প্রায় আশি হাজার মানুষ৷ খোলা হয়েছে প্রায় দুশোটি ত্রাণ শিবির৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ পটাশপুরের তালছিটকানি এলাকায় কেলেঘাইয়ের বাঁধ ভেঙে যায়৷ তারই জেরে পটাশপুর ও ভগবানপুরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি, এগরার বেশকিছু গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পটাশপুরে পালপাড়া সহ একাধিক গ্রাম এখনও জলের তলায়। গত কয়েকমাসে অন্তত চারবার এমন জলবন্দি দশায় নাজেহাল জেলাবাসী। বাসিন্দারা জানিয়েছেন, নিকাশি সমস্যার জেরেই সামান্য বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে যায়৷ তারওপর বাঁধ ভেঙে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে৷
প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামান হয়েছে। কিছু গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পটাশপুরের চিস্তিপুর ১-২ গ্রাম, ভগবানপুরে বিভীষণপুর এলাকায় মানুষদের থাকার জন্য একাধিক স্কুল খুলে দেওয়া হয়েছে। মাইকিং করে বারংবার সতর্ক করাও হচ্ছে নদী তীরবর্তী এলাকা থেকে সরে আসার জন্য। এমনকি প্রশাসনের তরফ থেকে ২৪ ঘণ্টা হেল্পলাইন খোলা হয়েছে। তবে উৎসবের আবহে আচমকা বাঁধ ভেঙে এলাকায় নেমে এসেছে কান্নার রোল৷ চারিদিকে হাহাকারের ছবিটা স্পষ্ট৷