‘বাবুলের বিলম্বিত বোধোদয়’! স্বাগত জানিয়ে মন্তব্য অরূপের!

‘বাবুলের বিলম্বিত বোধোদয়’! স্বাগত জানিয়ে মন্তব্য অরূপের!

হাওড়া: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে দলে ‘ওয়েলকাম’ জানালেন তৃণমূলের দাপুটে নেতা, মন্ত্রী অরূপ রায়। বললেন, ‘‘এটা বাবুলের বিলম্বিত বোধোদয়। বিজেপি দলে বাবুলের আসল জায়গা ছিল না। তৃণমূলে আসায় আমি খুশি। বাবুল মধ্য হাওড়ার আবাসনে থাকে। আমার সঙ্গে ফোনে মাঝেমধ্যে কথাও হয়। আমার সবরকম সাপোর্ট থাকবে বাবুলের প্রতি।’’

৩১ জুলাই ফেসবুকে পোস্ট করে দলত্যাগের কথা সামনে এনেছিলেন বাবুল সুপ্রিয়৷ দাবি করেছিলেন, রাজনীতি ছেড়ে সঙ্গীত জগতেই ফিরে যাবেন৷ যদিও বৃষ্টিধারার মাঝে শনিবার দুপুরে আচমকায় দল বদলে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন বাবুল৷ সেই প্রসঙ্গেই বলতে গিয়ে অরূপ রায় বলেন, “বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাঁকে স্বাগত জানাচ্ছি। বাবুল একজন ভালো সঙ্গীতশিল্পী। যে কোনও কারণেই ওর যে জায়গায় থাকার কথা নয় সেখানে ছিল। আজকে চলে এসেছে। ওয়েলকাম করছি।’’

দাবি করেছেন, ‘‘দল বাবুলকে গ্রহণ করেছে। ওয়েলকাম। আমরা বাবুলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করব। আমাদের পার্টি সবসময়ই শক্তিশালী। গত বিধানসভা নির্বাচনের ফলই তার প্রমাণ করে দিয়েছে। দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রচারে এসেও মমতাকে হেলাতে পারেননি। ২১৩টা আসন আমরা পেয়েছি। বাকি সাতটায় নির্বাচন হলে সেগুলোতেও আমরা জিতব।” যদিও দলের অন্দরেই একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, ক’দিন আগেও বাবুল তো তৃণমূল সম্পর্কে অনেক কটুক্তি করতেন৷ স্বয়ং মুখ্যমন্ত্রী সম্পর্কেও তাঁর মুখে একাধিকবার কটুক্তি শোনা গিয়েছে৷ সেগুলোর কি হবে? দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাবুল৷ এবার কেউ যদি নিজের ভুল স্বীকার করে উন্নয়নে শরিক হতে চান তাহলে কি তাকে সুযোগ দেওয়াটা অন্যায়ের?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =