এক মাস ধরে ফেরার প্যারোলে মুক্ত সাজাপ্রাপ্ত আসামী

এক মাস ধরে ফেরার প্যারোলে মুক্ত সাজাপ্রাপ্ত আসামী

হাওড়া: প্যারোলে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রায় এক মাস যাবৎ ফেরার। এখনও সেই আসামীর খোঁজ পায়নি পুলিশ।

সূত্রের খবর, গত ২৫ জুলাই এক মাসের জন্য প্যারোলে মুক্ত হয়ে লিলুয়ার বাড়িতে আসে খুনের দায়ে সাজাপ্রাপ্ত দীপক। এরপর থেকে সে প্রতিদিন থানায় হাজিরা দিলেও গত ২৩ আগস্ট থেকে থানায় হাজিরা দিচ্ছিল না সে। তার বিরুদ্ধে অভিযোগ বালির বাদামতলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে আসে সে।  সেখানে লুটপাটে বাধা দিলে সেই বাড়ির গৃহবধূকে খুন করে। এরপর সেখান থেকে জিনিসপত্র লুঠ করে নিয়ে পালায়। পরে এলাকায় সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার হয় দীপক সিং।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারী ১৫১ নম্বর জি টি রোডের বালি বাদামতলায় একটি বহুতলের চতুর্থ তলায় বড়বাজারের চা ব্যবসায়ী মনোজ সিং এর ফ্ল্যাটে আসে দীপক সিং নামের ওই যুবক। সেই সময়ে মনোজ বাড়িতে ছিলেন না। নিজেকে মনোজের আত্মীয় পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢোকে সে। কিছুক্ষণ পরে লুঠপাট শুরু করলে তাকে বাধা দেন গৃহবধূ রাখী সিং। সেইসময়ে রাখীর গলায় ছুরি চালিয়ে লুঠ করা জিনিস নিয়ে পালায় সে। এই ঘটনার পরে তদন্তে নেমে ১৩ মার্চ পুলিশ দীপককে লিলুয়া থেকে গ্রেপ্তার করে। লুঠ করা প্রায় যাবতীয় সামগ্রীই তার বাড়ি থেকে উদ্ধার হয়। ২০১৯ সালের ৭ নভেম্বর আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। এরপর থেকে সে প্রেসিডেন্সি জেলেই ছিল। সম্প্রতি তাঁর ব্যবহারে বিশ্বাস করে প্যারোলে মুক্তি পেয়েছিল সে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twelve =