কলকাতা: পুজোর নজরানায় পদ্মার ইলিশ এল ওপার বাংলা থেকে৷ দুর্গা পুজোর আগে উপহার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ। সেই মতোই রাজ্য পৌঁছল ১৬ টন ইলিশ৷ বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে বাংলায় পৌঁছয় রুপালি শস্য৷ আজ আরও ১১ ট্রাক ইলিশ ঢুকবে রাজ্যে৷ প্রসঙ্গত, বাংলাদেশের মৎস্য বিভাগের পক্ষে আগেই জানানো হয়েছিল, পদ্মার ইলিশ পাঠাবে শেখ হাসিনা সরকার। মোট ২,০৮০ মেট্রিক টন ইলিশ আসবে ভারতে।
আরও পড়ুন- প্রিয়াঙ্কার হয়ে ভোট প্রচারে গিয়ে চায়ের আড্ডায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী
দুর্গা পুজো উপলক্ষেই বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতে আসছে এই বিশেষ উপহার। তিনটি ট্রাকে করে ইতিমধ্যেই ১৬ টন ইলিশ এসে পৌঁছেছে। বাকি ১১টি গাড়ি এখন বাংলাদেশে আছে। সেই গাড়িগুলিও একে একে প্রবেশ করবে। প্রসঙ্গত, গতবার করোনা আবহে পুজোর জৌলুস কম থাকলেও, উপহার এসেছিল হাসিনা সরকারেরঘর থেকে৷ পুজোর আগে ভারতে ইলিশ পাঠিয়েছিলেন তিনি। এবছরও কথামত ইলিশ পাঠাল হাসিনা সরকার। পুজোয় আপামর ইলিশ প্রেমীদের পাতে নিশ্চিত ভাবেই উঠবে পদ্মার সুস্বাদু ইলিশ৷
আরও পড়ুন- পুজোর পরেই কলেজ খোলার ভাবনা, পড়ুয়াদের দ্রুত টিকাকরণের নির্দেশ স্বাস্থ্য দফতরের
২০১২ সালে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তবে গত তিন বছর পুজোর আগে উপহার হিসাবে কিছু ইলিশ ভারতে পাঠানো হয়েছে৷ গত বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন ইলিশ কলকাতায় এসেছিল। এই বছর ভারতে ইলিশের উৎপাদন কিছুটা কম৷ বাংলাদেশি ইলিশ সেই ঘাটতি কিছুটা হলেও মেটাবে।
ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, পর্যায়ক্রমে ২০৮০ টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে৷ অন্যদিকে, কলকাতায় মাছ পাঠাতে পেরে খুশি সে বাংলাদেশের মৎস্যজীবীরাও৷