নদীতে ভেসে উঠল শয়ে শয়ে মরা মাছ, চাঞ্চল্য ইসলামপুরের গ্রামে

নদীতে ভেসে উঠল শয়ে শয়ে মরা মাছ, চাঞ্চল্য ইসলামপুরের গ্রামে

ইসলামপুর: গোয়ালপোখরের পিতানু নদীতে ভেসে উঠল শয়ে শয়ে মরা মাছ। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সিন্ধু এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কিছু মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গেলে বিষয়টি তাদের নজরে আসে৷ তাঁরা দেখতে পায়, নদীতে ভেসে উঠেছে ছোট বড় বিভিন্ন রকমের মরা মাছ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গোটা এলাকার মানুষ নদীর চত্বরে ভিড় জমাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, নদীর জল দূষণ হওয়ার কারণেই মাছ মরে যাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

বাসিন্দারা বলেন, একেই করোনা আবহে গত দু’বছরে রোজগার লাটে উঠেছে৷ আমাদের একমাত্র জীবিকায় হচ্ছে নদী থেকে মাছ ধরে বিক্রি করা। কিন্তু এভাবে নদীতে দূষণের ফলে যেভাবে সব মাছ মরে গেল, তাতে আগামীদিনে কিভাবে সংসার চালাবেন তা বুঝতে পারছেন না রমলা সাউ, রাজেশ বৈদ্যরা৷ তাঁরা বলেন, আমাদের একমাত্র ভরসা হচ্ছে এই নদী। সেই নদী আজ দূষণে জেরবার৷ তারই জেরে এই হাল৷

বাসিন্দারা বলছেন নদীর জলে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতেন। এখন সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাঁদের সকলেরই দাবি, অবিলম্বে সরকারি সাহায্যের ব্যবস্থা করা হোক৷ না হলে না খেয়ে মরতে হবে৷ যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, কি কারণে মাছের মৃত্যু তা খতিয়ে দেখা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =