কলকাতা: হাইভোল্টেজ ভবানীপুরে উপনির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ৷ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই ভবানীপুরের অলিতে গলিতে প্রচার চালাচ্ছেন ফিরহাদ হাকিম৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়রাও৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে রাজ্যে প্রচারে আসছেন একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব৷ প্রিয়াঙ্কার হয়ে প্রচারে আসা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এক হাত নিলেন ফিরহাদ৷
আরও পড়ুন- অভিযোগপত্র ছিঁড়ে ফেলতে পারে কমিশন! প্রিয়াঙ্কাকে একহাত ফিরহাদের
এদিন তোপ দেগে ফিরহাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সবসময় হৃদয়ে রাখেন। কোনও জায়গাকেই তিনি ত্যাগ করেননি। যখন শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচন লড়েছিলেন, তখনও ছবিটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্মৃতি ইরানি বাইরে থেকে মাঝেমাঝে পর্যটকের মতো আসেন। ‘সাস ভি কভি বহু থি’-র বহু থেকে এখন বোধহয় সাস হয়ে গিয়েছেন। তবে তিনি ওই নাটকই করে যাচ্ছেন। এখানে এসবের কোনও দাম নেই, কোনও মূল্য নেই।” ফিরহাদের কথা, ‘‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়৷ আর স্মৃতি ইরানি যে দলটা করেন, তাতে লেখা রয়েছে সাম্প্রদায়িক বিজেপি৷’’
উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই জোড় প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম৷ আজ সকালেও চেতলায় নিজের এলাকায় অলিগলি ঘুরে চলে তাঁর প্রচার৷ বাড়ি বাড়ি ঘুরে রিফ্লেটও বিলি করেন মন্ত্রী৷ এদিন কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘‘আসল সময় যাঁরা এসেছিলেন, তাঁরা হেভিওয়েট৷ আর এখন যাঁরা এসেছেন তাঁরা লাইট ওয়েট৷ ওঁরা জানে এখানে হেরে যাবে৷ সে কারণেই অমিত শাহ নরেন্দ্র মোদী আসছেন না৷ এলে আবার অপমানিত, প্রত্যাক্ষিত হতে হবে৷ যাঁরা এসেছেন তাঁরাও জানে বেগার খাটতে এসেছেন৷’’