কাবুল: আফগানিস্তানে তালিবান সরকার নিজেকে চেনাতে শুরু করছে অনেক দিন আগে থেকেই। আবার দেশের সর্বোচ্চ শাস্তি হিসেবে তারা মৃত্যুদণ্ডকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল। এবং তা হবে শিরোচ্ছেদ! হতে পারে অঙ্গচ্ছেদও। পুলিশ প্রধান মোল্লা নুরুদ্দিন তুরাবি সম্প্রতি এই কথা জানিয়েছে।
তবে অনেকে মনে করছেন ফাঁকা জায়গায় অভিযুক্তদের শিরোচ্ছেদ করবে না তালিবান প্রশাসন। যেমন তারা করত ২০ বছর আগে। কিন্তু, তালিবানি বিচার ব্যবস্থা কী রকম হবে তা এখনও কেউ জানে না। ইতিমধ্যেই তারা মেয়েদের বাড়ির বাইরে বেরোনো করতে চেয়েছে। বিলবোর্ডে মহিলা মডেলের মুখে কালি লাগান হয়েছে।
ইতিমধ্যেই, মানবতার উপর তালিবান আক্রমণ নতুন নয়। নারী স্বাধীনতার উপর তালিবান আক্রমণও নতুন কিছু নয়। ক্রিকেটের উপর তালিবান আক্রমণ শুরু হয়ে গেল। তালিবান সরকার সেদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার থেকেই কোভিড বিঘ্নিত আই পি এলের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার হচ্ছে এই খেলা। এদিকে, আফগান তালিবান সরকারের যুক্তি – আফগানিস্তানের জাতীয় রেডিও এবং টেলিভিশনে আইপিএল সম্প্রচার করবে না তালিবান সরকার। কারণ, আইপিএলে ইসলাম বিরোধী নানান বিষয় প্রদর্শিত হচ্ছে, যেমন মহিলাদের নৃত্য এবং খোলা চুলে মহিলাদের উপস্থিতি।
যদিও তালিবানদের মধ্যে অভ্যন্তরীন দ্বন্দ্ব লেগেছে। ঘরের পাশে তালিবান থাকলে নিশ্চিন্তে থাকা যায়না, তা মোদি সরকার হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে পাকিস্তান থেকে প্রকাশিত একটি খবর কি মোদি সরকারকে একটু স্বস্তি দেবে। কাবুলে শীর্ষস্থানীয় তালেবান নেতাদের মধ্যে বিরোধের আভাস পাওয়া গিয়েছে। যা খবর, নতুন সরকার গঠন নিয়ে বিরোধ চরমে। খবর পাওয়া গিয়েছে বিবিসি সূত্রে। বিবিসি ইসলামাবাদের প্রতিবেদক খুদাই নূর নাসের নিজের প্রতিবেদনে লিখেছেন, প্রেসিডেন্সিয়াল প্যালেসে তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদরের সঙ্গে একজন মন্ত্রিপরিষদ সদস্যের সম্প্রতি বাকবিতণ্ডা হয়েছে। কিছুদিন ধরেই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিল যে, তালিবান নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব ঊর্ধ্বমুখী। কিন্তু তা কিছুতেই নিশ্চিত করা যাচ্ছিল না। তবে এও ঠিক যে, সাম্প্রতি জনসমক্ষে দেখা যায়নি মোল্লা বারাদরকে। কিন্তু তালিবান কর্তারা এই সব কিছুই মানতে চাননি।