হরিশ্চন্দ্রপুর: শুধু নদীয়া নয়, ভুয়ো পরীক্ষার্থীর ঘটনা সামনে এল মালদহতেও৷ পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা ছিল এদিন। পরীক্ষা দিতে সকাল থেকেই পরীক্ষার্থীরা ভিড় জমায় পরীক্ষা কেন্দ্রগুলিতে। কিন্তু এদিন পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী হাতে নাতে ধরা পরল পুলিশের হাতে। সেই পরীক্ষার্থীকে আটক করেছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ৷ চলছে জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক উচ্চ বিদ্যালযয়ে ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ কনস্টেবলের পরীক্ষার সেন্টার। সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা যথা সময়ে এসে পৌঁছায়। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে প্রাথমিকভাবে অ্যাডমিট কার্ড এবং উপযুক্ত প্রমান পত্র দেখে চলছিল যাচাই পর্ব। তখনই একজন ভুয়ো পরীক্ষার্থী পুলিশের হাতে ধরা পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই পরীক্ষার্থীর নাম অখিলেশ যাদব। পরীক্ষার্থীর নাম অ্যাডমিট কার্ডে ছিল বিপ্লব মণ্ডল । কিন্তু তার পরিবর্তে পরীক্ষা দিতে আসে অখিলেশ যাদব। তা নিয়ে পরীক্ষা কেন্দ্রে শুরু হয়ে যায় শোরগোল। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। সেখান থেকে অখিলেশ যাদবকে গ্রেফতার করে আনেন হরিশ্চন্দ্রপুর থানায়। কেন সে অন্য কারও পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিল, কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।