হিমাচল প্রদেশ বেড়াতে গিয়ে প্রাণ গেল বাংলার দুই পর্যটকের

হিমাচল প্রদেশ বেড়াতে গিয়ে প্রাণ গেল বাংলার দুই পর্যটকের

 

কলকাতা: বেলঘরিয়া ও ব্যারাকপুর থেকে হিমাচল প্রদেশ বেড়াতে গিয়ে প্রাণ খোয়ালেন বাংলার দুই পর্যটক৷ মৃতরা হলেন, সন্দীপ কুমার ঠাকুরতা এবং ভাস্করদেব মুখোপাধ্যায়৷ সন্দীপের বাড়ি বেলঘরিয়ায়৷ ভাস্করের বাড়ি চন্দনপুকুরে৷

জানা গিয়েছে, বেলঘরিয়া রাইফেল রেঞ্জ রোডের বাসিন্দা সন্দীপ কুমার ঠাকুরতা ও তার কয়েকজন বন্ধুকে নিয়ে গত ১১ সেপ্টেম্বর হিমাচল প্রদেশ গিয়েছিলেন ট্রেকিং করতে৷ এরই মধ্যে গত ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। যদিও সে খবর পৌঁছায়নি সন্দীপের বাড়ির লোকের কাছে। সোমবার সকালে হিমাচল থেকে ফোন মারফত খবর দেওয়া হয় যে খারাপ আবহাওয়ার জন্য অক্সিজেন জনিত সমস্যায় মৃত্যু হয়েছে সন্দীপ ও তার সহকারী ব্যারাকপুর নোনা চন্দনপুকুরের বাসিন্দা ভাস্করদেব মুখোপাধ্যায়ের৷

ঘটনার খবর পেতেই পরিবার সহ সমগ্র অঞ্চল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অপর দিকে বারাকপুর আনন্দপুরি মিডিল রোডে সানরাইজ অ্যাপার্মেন্ট বাস করতেন ৬৫ উর্ধ ভাস্করদেব মুখোপাধ্যায়। বন্ধুদের সঙ্গে হিমাচল প্রদেশের মানালি হয়ে থামিঙ্গায় ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ১১ই সেপ্টেম্বর । সেখানে গিয়ে ট্রেকিং করে ফেরার সময় শ্বাসকষ্ট অনুভব করেন। তার থেকেই মৃত্যু বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =