শাহের সঙ্গে ‘সেটিং’ নেই, মোদীর কাছে ভাইপোর জন্য ভিক্ষা চাইতে গিয়েছিলেন, কটাক্ষ অধীরের

শাহের সঙ্গে ‘সেটিং’ নেই, মোদীর কাছে ভাইপোর জন্য ভিক্ষা চাইতে গিয়েছিলেন, কটাক্ষ অধীরের

eaf9c3bb11c6eb9f3e71a63d44c1cd40

কলকাতা:  দিল্লিতে গিয়ে ২৪-এর লড়াইয়ের জোট বার্তা দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বঙ্গে একে অপরের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার করে চলেছেন তাঁরা৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন অধীর চৌধুরী৷ খোঁচা দিয়ে বললেন, আরএসএস-এর সঙ্গে মুখ্যমন্ত্রীর নাড়ির সম্পর্ক৷ ভাইপোকে বাঁচাতেই কংগ্রেসকে নিশানা করছেন তিনি৷ 

আরও পড়ুন- ‘কুণাল ঘোষের শরীর ভালো নেই, আগে মমতার জয় নিশ্চিত করুন’, পাল্টা খোঁচা লকেটের

সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ ওই সাংবাদিক বৈঠকেই তোপ দেগে তিনি বলেন,  ‘‘কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাতেই উনি একেবারে প্রধানমন্ত্রীর কাছে চলে গেলেন। সেখানে মোদীর কাছে ভিক্ষা চেয়েছেন, যাতে ভাইপোর কিছু না হয়।’ প্রসঙ্গত, কয়েক দিন আগেই প্রকাশ্য জনসভা থেকে মমতা প্রশ্ন তুলেছিলেন, কেন সিপিএম ও কংগ্রেসের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি তলব করে না? এর প্রেক্ষিতেই এদিন কটাক্ষ করে অধীর বলেন, “উনি তো রাজীব গান্ধীর দৌলতেই নেত্রী হয়েছেন৷ আজ সেই কংগ্রেসের ভাবধারা বিসর্জন দিয়ে আরএসএস-এর নীতি মেনে চলছেন।” 

আরও পড়ুন- ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছি! চরম কটাক্ষ শুভেন্দুর

এখানেই থামেননি কংগ্রেস সাংসদ৷ তোপ দেগে অধীরবাবু আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই ওঁর ‘সেটিং’টা নেই। সে কারণেই অভিষেককে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলেন তিনি৷ তাঁর কথায়, “তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন জেলে পোরা হয়েছিল, তখন ওঁর কষ্ট হয়নি। কিন্তু অভিষেককে তলব করতেই মোদীর কাছে ভাইপোর জন্য ভিক্ষা চাইতে গিয়েছেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *