বুথে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার! কমিশনে গেল বিজেপি

বুথে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার! কমিশনে গেল বিজেপি

শমশেরগঞ্জ: আজ রাজ্যের তিন জায়গায় নির্বাচন কিন্তু এপিসেন্টার ভবানীপুর। সেখানে প্রার্থী রাজ্যের শাসক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর সকাল থেকেই সংবাদ শিরোনামে রয়েছে স্বাভাবিক নিয়মেই কিন্তু বাকি দুই কেন্দ্র শমসেরগঞ্জ এবং জঙ্গিপুর নিয়েও উত্তাপ কম নয়। বেলা গড়াতেই আরো বেশি উত্তাপ বেড়েছে শমসেরগঞ্জে। এখন আবার সেখানে একটি বুথে রাজ্য সরকারের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র পোস্টার মিলেছে জানিয়ে হইচই তুঙ্গে। 

আরও পড়ুন- সাড়ে ৬টা না বাজা পর্যন্ত এরা কমিশনকে পাগল করে দেবে, তোপ ফিরহাদের

ভবানীপুর ছাড়াও এই কেন্দ্র নিয়ে সকাল থেকে আলোচনা হয়েছে। সেখানে একদিকে যেমন বোমাবাজির খবর মিলেছে ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। এবার সেই কেন্দ্রের দোগাছি নোপাড়া এলাকার একটি বুথে রাজ্য সরকারের প্রকল্পের পোস্টার মিলেছে বলে অভিযোগ। দেখা গিয়েছে দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পোস্টার লাগানো রয়েছে বুকের ভেতর। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। যদিও এই ইস্যু নিয়ে সম্পূর্ণ অন্য কথা বলছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, যে বুথে ভোট হচ্ছে সেখানে রাজ্য সরকারের প্রকল্পের কাজ হয় তাই আগে থেকেই সেই পোস্টার লাগানো ছিল।

ভোটকেন্দ্রে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার!‌

এদিকে আজ সকালে এই কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে তিনি জোড়া ফুল এবং লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলেন বলে অভিযোগ তোলে বিজেপি৷ আমিরুলকে বলতে শোনা যায়, ‘সব লক্ষ্মীর ভাণ্ডারে ভোট’৷ এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন৷ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে৷ গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =