কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থা আয়কর মামলায় আজ তলব করা হয়েছিল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে এদিন সিবিআই দফতরে এসেছিলেন তিনি। সেখানে তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
আরও পড়ুন- ‘বাংলা শেখারা জন্য দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেব’, খোঁচা বাবুলের
সিবিআই অফিস থেকে বেরিয়ে শোভন জানান, তদন্তকারীদের কিছু জানার ছিল তাই তারা তাঁকে তলব করেছিলেন। তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ নেই, শুধুমাত্র সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি তদন্তকারীদের পূর্ণ সহযোগিতা করেছেন বলেও এদিন জানিয়েছেন শোভন। প্রসঙ্গত, কলকাতার ‘উত্তম মঞ্চ’ বিক্রি করে দেওয়া হয় আইকোরের কাছে। পরে অবশ্য সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং টাকা ফেরত দেওয়া হয়েছিল সংস্থাকে। সেই নিয়েই এদিন শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর আগে আইকোর মামলাতেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং তাঁর পুত্রকে। তলব করা হয়েছিল মানস ভুঁইয়াকেও।
পার্থ চট্টোপাধ্যায়ের মত মানস ভুঁইয়াও আইকোরের অনুষ্ঠানে গিয়েছেন, তাঁদের প্রশংসা করতেও শোনা গিয়েছিল তাঁকে। সেই প্রেক্ষিতেই তাঁকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। আগে আইকোর চিটফান্ড মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনিও চিঠি দিয়ে জানিয়েছিলেন, যে তিনি একজন প্রবীণ নাগরিক৷ তাছাড়া ভোটের কাজেই এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন৷ পারলে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ তবে সিবিআই তাঁর বাড়িতে না গিয়ে সোজা শিল্প ভবনে যায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।