কলকাতা: চলন্ত বাসে পকেটমারি, এক তরুণীর ব্যাগ থেকে মার হয়ে যায় ৪০ হাজার টাকা। এয়ারপোর্ট ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার টাকা৷ পাকড়াও পকেটমার দুই মহিলা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বেলায় এয়ারপোর্ট গামী একটি বাসে চেপে এসে এয়ারপোর্ট দু নম্বর গেটের কাছে নামে দুর্গানগরের বাসিন্দা এক তরুণী। এরপরই তিনি লক্ষ্য করেন যে তাঁর ব্যাগ থেকে ৪০ হাজার টাকা গায়েব।
তড়িঘড়ি এয়ারপোর্ট দু নম্বর গেটের কাছে কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকদেরকে সমস্ত কিছু জানায় ওই তরুণী। এরপরই তৎপরতার সাথে ট্রাফিক পুলিশ কর্মীরা বাসটিকে আটকায় এবং তল্লাশি চালিয়ে জানতে পারে সেই বাস থেকে দুজন মহিলা তারা বিরাটির বণিক মোড়ের কাছে নেমে গিয়েছে৷ পরবর্তী কালে কর্মরত ট্রাফিক পুলিশ অফিসার বাইকে করে অভিযোগকারী মহিলাকে সঙ্গে নিয়ে বিরাটির বণিক মোড়ের কাছে যেতেই দেখতে পায় ওই দুজন মহিলাকে।
এরপরই ওই দুজন মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মার হয়ে যাওয়া ৪০ হাজার টাকা। এয়ারপোর্ট থানার পুলিশ ইতিমধ্যেই পকেটমার দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়৷ বাসযাত্রীদের অভিযোগ, বাস কর্মীরা জায়গার তুলনায় অতিরিক্ত যাত্রী তোলেন৷ ফলে ঠিক করে দাঁড়ানো যায় না৷ তারই জেরে ওই ভিড়ে মিশে থেকে পকেট মারেরা তাদের অপারেশন চালায়৷