কলকাতা: দক্ষিণবঙ্গে বন্যার জন্য ডিভিসি’কেই দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী এমন চলতে থাকলে ডিভিসি’র কাছে থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান তিনি৷ মমতা বলেন, বন্যা ঠেকাতে পরিকল্পনা করুক ঝাড়খণ্ড৷ কারণ ঝাড়খণ্ডে বন্যা হলে ভুগতে হয় বাংলাকে৷ অন্যদিকে, এই বন্যার জন্য মমতাকেই দুষলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, নিজের কুর্সি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন- বিজেপি’কে ‘বহিরাগত’র তকমা দেওয়াটা ছিল মমতার ভোটে জেতার স্ট্র্যাটেজি, খোঁচা সুকান্তর
মমতার দিকে সরাসরি আঙুল তুলে শুভেন্দু বলেন, ‘‘দক্ষিণবঙ্গে বন্যার জন্য উনিই দায়ি৷ ভবানীপুরে ভোটের জন্য আর মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচানোর তাগিদে ৫০ লক্ষ মানুষকে ভাসিয়েছে৷ উনি অনেক বড় অপরাধ করেছেন৷ ঈশ্বর ওঁকে মাফ করবে না৷’’ শুভেন্দু আরও বলেন, ‘‘উনি সম্পূর্ণ অসত্য কথা বলছেন৷ সমস্ত জায়গায় ক্যামেরা পাঠিয়ে দেখুন, দুর্বল বাঁধগুলি ভেঙে পড়েছে৷ এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার৷ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে প্রাক বর্ষার যে কাজ হয় এবার সেই কাজ করতে দেননি মুখ্যমন্ত্রী৷ কারণ তাঁকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ১৮ থেকে ২০ হাজার টাকা মাসে খরচ করতে হবে বলে৷’’
শুভেন্দুর কথায়, আজ রাস্তাগুলোর যেমন অবস্থা বাঁধগুলোরও তেমন অবস্থা৷ অতিবর্ষণের জন্যেই দুর্বল বাঁধ ভেঙে প্লাবন হয়েছে৷ এর সঙ্গে ডিভিসি’র কোনও সম্পর্ক নেই৷ গতকালও একই ভাষায় তোপ দেগে শুভেন্দু বলেছিলেন, ভাতা দিয়ে রাজনীতি করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী৷ এই নীতির অনিবার্য পরিণাম চোখের সামনে৷ বন্যায় ভাসছে দক্ষিণবঙ্গ৷