উপনির্বাচন মিটলেই রাজ্যে পুরসভার ভোট, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

উপনির্বাচন মিটলেই রাজ্যে পুরসভার ভোট, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

কলকাতা:  ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন মিটে গিয়েছে৷ আগামীকাল সেখানে ভোট গণণা৷ ভোট হয়েছে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও৷ ৩০ অক্টোবর উপনির্বাচন হবে আরও চার কেন্দ্রে৷ আর সেই পর্ব মিটলেই বঙ্গে বাজবে পুর ভোটের দামামা৷ শনিবার নবান্ন থেকে সেই ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- বাঁধ সংস্কারের টাকা গেল কোথায়, লক্ষ্মীর ভান্ডারে? প্রশ্ন তুললেন দিলীপ

এদিন উপনির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদেরও কিছু নির্বাচন বাকি রয়েছে৷ রাজ্যে উপনির্বাচন হয়ে গেলেই সেগুলি করে ফেলতে হবে৷’’ এর পরেই জোড় জল্পনা উপনির্বাচন মিটলেই হয়তো শুরু হবে পুর ভোট৷ করোনা পরিস্থিতিতে রাজ্যের প্রায় ১১৭টি পুরসভার ভোট বকেয়া পড়ে রয়েছে৷ বাকি রয়েছে কলকাতার পুরভোটও৷ 

২০২০ সালেই রাজ্যে পুরসভার ভোট হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা সংক্রমণের জেরে তা বাতিল হয়ে যায়৷ চলতি বছর মার্চ-এপ্রিলে বিধানসভা ভোট অনুষ্ঠিত হলেও বকেয়া থেকে গিয়েছে পুরসভার ভোট৷ ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হয়েছে৷ ভোট হয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে৷ ৩০ অক্টোবর ভোট রয়েছে খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরে৷ ফল ঘোষণা হবে ২ নভম্বর৷ উপনির্বাচনের এই পর্ব মিটে গেলেই পুর ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে শাসক দল৷ 

এদিকে নভেম্বর মাসে রয়েছে কালীপুজো, দিপাবলি, ছট, জগদ্ধাত্রী পুজো৷ ফলে ওই মাসে ভোট করাতে সমস্যা হবে৷ নভেম্বর পার করেই পুর ভোট হবে বলে মনে করা হচ্ছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =