বাঁকুড়া: শারদোৎসবের চরম আর্থিক ক্ষতির মুখে বাঁকুড়া জেলার কৃষিজীবী মানুষ। পর পর দুর্যোগে এই বছর ধান চাষের আশা কার্যত শেষ বলেই জানাচ্ছেন চাষিরা। ইয়াসে ঘর-জমি ভেসেছিল। মাসখানেক আগে অতিবৃষ্টিতে জল জমে ফের চাষের কাজ ব্যাহত হয়। তা ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছিলেন চাষিরা। তবে গত দু’দিনের টানা বৃষ্টির পরে অনেকেই হাল ছেড়ে দিচ্ছেন। তাঁদের কথায়, ইয়াস মাথার ছাদ কেড়েছিল। এবারের দুর্যোগ কেড়ে নিল পেটের ভাত৷
আরও পড়ুন- উপনির্বাচন মিটলেই রাজ্যে পুরসভার ভোট, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই এক ছবি। বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়। সপ্তাহ খানেক ধরে জমা জলে থমকে রয়েছে স্বাভাবিক জীবন। আর এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতি হয়েছে বাঁকুড়ার কৃষিক্ষেত্রে।
জেলা কৃষি দফতর সূত্রে খবর, আউশ ও আমন মিলিয়ে ৩ লক্ষ ৮০ হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়েছিল। এর মধ্যে ১ লক্ষ ৩৪ হাজার হেক্টর জমিতে বৃষ্টির জল দাঁড়িয়ে ক্ষতির সম্ভাবনা তৈরী হয়েছে। চাষীরা জানিয়েছেন, ধান ফোলার সময়টাতে এই বৃষ্টির ফলে ক্ষতির পরিমান অনেকটাই বেড়ে গেল। ফসল তোলার আগেই জমিতে বিঘার পর বিঘা ধানের আগাছা নষ্ট হয়েছে। ফলে মাথায় হাত চাষিদের৷ তাঁরা বলছেন, ‘‘সরকারিভাবে সাহায্য না পেলে বেঁচে থাকাটাই দুরূহ৷’’