আরও বাড়ল ব্যবধান! ক্রমশ নাগালে বাইরে তৃণমূল

আরও বাড়ল ব্যবধান! ক্রমশ নাগালে বাইরে তৃণমূল

কলকাতা: সপ্তম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে প্রায় ২৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ৷ সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৩৪ শতাংশ ভোট৷ বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ১.৫৫ শতাংশ ভোট৷ তৃণমূল পেয়েছে ৩১ হাজার ভোট। ৭৭ নম্বর ওয়ার্ড থেকে সব থেকে বেশি লিড তৃণমূলের। ৭০ থেকে ৭৪ নম্বর ওয়ার্ডে জোর টক্কর। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৫৭ শতাংশ ভোট৷ সেই নিরিখে উপনির্বাচনে ভোট বাড়াচ্ছে তৃণমূল৷ তবে বিজেপি’র ভোট মোটের উপর একই রয়েছে৷ রুদ্রনীল পেয়েছিলেন ৩৫ শতাংশ ভোট৷ প্রিয়াঙ্কা টিবরেওয়াল এখনও পর্যন্ত ৩৪ শতাংশ ভোট পেয়েছেন৷ তবে কোনও ভাবেই লড়াইয়ে কোনও দাগ কাটতে পারেনি সিপিএম৷

আরও পড়ুন- কোন প্রার্থী কত ভোটে এগিয়ে? কী বলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট

এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জঙ্গিপুর কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৪,৬৯১ ভোটে এগিয়ে রয়েছেন৷ এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ৯,৩৮৪ এবং এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন ৪,৬৯৩টি ভোট৷ অন্যদিকে সামশেরগঞ্জে তিন রাউন্ড গণনার পর তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম প্রায় ২,৩০০ ভোটে এগিয়ে রয়েছেন৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − six =