কলকাতা: দিল্লির পথে যাচ্ছে কে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে! ভোট সম্পূর্ণ প্রকাশ পেতে এখনও কিছুটা দেরি। কিন্তু যা বোঝার তা আপাতত বোঝা হয়ে গিয়েছে সকলের। তিন কেন্দ্রেই ক্ষণে ক্ষণে ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এগিয়ে রয়েছেন ৩৩ হাজার ৯২২ ভোটে। একাদশ রাউন্ড শেষ হয়েছে গণনার। এই প্রেক্ষিতেই প্রবল উচ্ছ্বাস প্রকাশ বিধায়ক মদন মিত্রের। তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, এটা তো শুধু ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়।
কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রচুর কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন। ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তাঁরা। সকলের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদনের বার্তা, ”বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর ভারত। আভি তো ট্রেলার চল রাহা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়”। একই সঙ্গে তিনি এও দাবি করলেন যে, আগামী দিনে দিল্লির পথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
অন্যদিকে জানা গিয়েছে, জঙ্গিপুরে ২০ হাজারের বেশি, শমসেরগঞ্জে প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে সপ্তম রাউন্ডের শেষে জাকির পেয়েছেন ৩৫ হাজার ২৫ ভোট। অন্য দিকে বিজেপি প্রার্থী সুজিত দাস পেয়েছেন ১৪ হাজার ৪৮৫ ভোট।আর, শমসেরগঞ্জে অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৭৭ ভোট। কংগ্রেসের জইদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ১২ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৪ হাজার ২৩৮ ভোট।