পুজোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা! অশনি সঙ্কেত হাওয়া অফিসের

পুজোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা! অশনি সঙ্কেত হাওয়া অফিসের

কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে একটানা বৃষ্টি হয়েছে এবং এখনও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বাঙালি আশা করেছিল যে পুজোর সময় হয়তো বর্ষণ দেখতে হবে না কাউকে কিন্তু আবহাওয়া দফতর আপাতত এমন কথা বলছে না। উল্টে জানানো হয়েছে, পুজোতে ভালই বৃষ্টি হতে পারে শহরে। অষ্টমী থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত, পূর্বাভাস এমনই।

হাওয়া মহল জানাচ্ছে, পুজোর শুরু থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম হলেও সপ্তমীর বিকেলের পর থেকে আবহাওয়া বদলে যেতে পারে। অর্থাৎ অষ্টমী থেকে শুরু হতে পারে রাজ্য জুড়ে বৃষ্টি এবং কলকাতা ছাড়াও বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা। অফিস থেকে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, পুজোর সময়ে এই বৃষ্টির কারণ হবে আরো একটি নিম্নচাপ, যেটি উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে। নিম্নচাপের কারণে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং অবশ্যই কলকাতা। বৃষ্টি চলতে পারে দশমী পর্যন্ত বলেও অনুমান করা হচ্ছে। ভারী বা অতি ভারী বৃষ্টি না হলে ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই অনুমান। 

ইতিমধ্যেই লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায় এবং এখনও অধিকাংশ জায়গায় সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। আশা করা হয়েছিল, পুজোর সময় হয়তো বৃষ্টিপাত হবে না এবং করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ন্যূনতম পরিধির মধ্যেই আনন্দ করা যাবে। কিন্তু আপাতত সেই আশায় কার্যকর জল ঢেলে দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + five =