মহালয়ার দিনই গানের অ্যালবাম প্রকাশ! আত্মপ্রকাশ ‘গায়িকা’ মমতার

মহালয়ার দিনই গানের অ্যালবাম প্রকাশ! আত্মপ্রকাশ ‘গায়িকা’ মমতার

কলকাতা: ছবি তো তিনি অনেকদিনই আঁকেন, লেখেন কবিতা, গল্প। এবার ‘গায়িকা’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটল। আজ মহালয়ার শুভ দিনে  নজরুল মঞ্চে নিজের গাওয়া গানের অ্যালবাম প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আবার গাইলেন গান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মেলান নচিকেতা, বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। এদিকে আবার আজ মমতাকে সিন্থেসাইজার উপহার দিয়েছেন বাবুল সুপ্রিয়। সেটাও বাজালেন তিনি।

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠান ছিল আজ। সেই অনুষ্ঠানে মমতা বলেন, ” নচি (পড়ুন নচিকেতা) প্রায় জোর করে গানটা করিয়েছে। ২৭ তারিখ পর্যন্ত ভোটের সভা ছিল। ২৯ তারিখে ভাঙা গলায় ইন্দ্রনীলের বাড়িতে তিন জনে জড়ো হই। হঠাৎ একটা সিদ্ধান্ত হল। ইলেকশনের আগের দিন, যখন সবাই ভাবছে আগামিকাল কী হবে, তখন সন্ধে সাতটায় এই কাণ্ডটা করছি। ” তিনি আরও জানান, ”আমরা হিন্দি গান ভালোবাসি। তবে স্বর্ণযুগের বাংলা গানগুলি এখনও মনে রেখেছি। কিন্তু আমরা ধরে এসব রাখতে পারি না। এখন মাঝে মাঝে রিয়েলিটি শোয়ে কয়েকটা ছেলে-মেয়েকে পুরনো গান গাওয়ানো হয়। দেখতে ভালো লাগে। দিওয়ালিটা হয়ে যাক। আমরা বসব। বাংলা গানটা কীভাবে আরও ফাটাফাটি করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা করব।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যে পুজোর অ্যালবাম প্রকাশ করেন তার নাম ‘জননী’, থিম ‘নারীশক্তি’। গানের মাধ্যমে নারীশক্তির জয়গান তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, এই মঞ্চেই এদিন মুখ্যমন্ত্রীকে একটি সিন্থেসাইজার উপহার দেন বাবুল সুপ্রিয়৷ উপহার পাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই যন্ত্রটা আমার খুব প্রিয়৷ এক সময় ওঁর কাছে এটা চেয়েছিলাম৷ ২৩ জানুয়ারির অনুষ্ঠানে এই যন্ত্রটা দেখেছিলাম৷ লাল রং-এর ছিল যন্ত্রটা৷ এটা আকাশি৷ খুব সুন্দর৷ এটা আমার কাজে লাগবে৷’’ তার পর বাবুল শিখিয়ে দেন কী ভাবে সেটি বাজাতে হবে৷ এর পর মঞ্চে দাঁড়িয়েই বাবুল সপ্রিয়র সঙ্গে নতুন বাদ্য যন্ত্রটি বাজান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুর তোলেন ফুলে ফুলে ঢোলে ঢোলে৷ কী ভাবে একা একা বাদ্যটি বাজাবেন তাও বুঝিয়ে দেন আসানসোলের প্রাক্তন সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =