হলদিয়া: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বেতন ও বোনাস না পাওয়ার ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ দেখালেন কয়েক শতাধিক শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শিল্পনগরী হলদিয়া একটি ভেষজ তেল উৎপাদনকারী সংস্থায় (ইমামি)।
শ্রমিকদের দাবি, দুর্গাপুজো সামনে রয়েছে। তাঁদের বেতন ও বোনাস দিচ্ছে না কর্তৃপক্ষ। একাধিকবার জানিয়েও কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে কয়েক’শ শ্রমিক। শ্রমিকদের বিক্ষোভে পরে অচল হয়ে পড়ে কারখানাটি। এদিন প্রায় ৭০০ থেকে ৮০০ জন শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকে।
বিক্ষোভকারী এক শ্রমিক শেখ মণি বলেন, “বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা। কারখানা কর্তৃপক্ষ বেতন ও বোনাস দিচ্ছে না। এরপরে বেশ সমস্যায় পড়েছি। অবশেষে কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভে সামিল হই। কারখানা কর্তৃপক্ষ সময় মতো আমাদের বেতন দিচ্ছে না৷’’ অন্য আরেক শ্রমিক বলেন, ‘‘দিনের পর দিন কাজ করে যাব৷ অথচ সময়ে ন্যূনতম বেতনটুকুও পাব না৷ এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না৷ বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি৷’’ সূত্রের খবর, দিনভর বিক্ষোভ চলে৷ সন্ধ্যার দিকে কর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বা দেয় কর্তৃপক্ষ৷ এরপরই সাময়িক অবরোধ তুলে নেন শ্রমিকেরা৷ তবে এবিষয়ে কারখানার কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।