কলকাতা: দুর্গাপুজো এখনো সেই অর্থে শুরু হয়নি কিন্তু তার আগেই বড় বিতর্কে জড়িয়ে গেল দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটি। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে এই অভিযোগে পুজো কমিটিকে আইনি নোটিশ পাঠালেন এক আইনজীবী। কারণ এই পুজো কমিটি তাদের মণ্ডপসজ্জায় জুতো ব্যবহার করেছে। পুজো শুরুর আগেই বড় রকমের সমস্যার মুখে এই পুজো কমিটি।
আসলে দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটি বছর ধরে চলা কৃষক আন্দোলন তুলে ধরেছে তাদের থিমে। সেই কারণে মণ্ডপসজ্জা করা হয়েছে ট্রাক্টর, মানুষের পায়ের গঠন এবং জুতো দিয়ে। এছাড়াও কৃষক আন্দোলন সমর্থন করে লেখা হয়েছে একই সঙ্গে উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এই থিম দ্বারা। কিন্তু জুতো ব্যবহার কেন করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটিজেনদের একাংশের মধ্যে। বিজেপি শিবির থেকেও এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দাবি করা হচ্ছে যে এইভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে এবং হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে। এই প্রেক্ষিতেই পৃথ্বীবিজয় দাস নামের এক আইনজীবী পুজো কমিটিকে আইনি নোটিস পাঠিয়েছেন। জুতো যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন ওই আইনজীবী।
তার বক্তব্য, তিনি একজন সনাতন হিন্দু এবং দুর্গাপুজোর মণ্ডপ জুতো দিয়ে সাজানো হয়েছে এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আইনজীবীর কথায়, এই ধরনের চিন্তাভাবনা হিন্দু ধর্মের অপমান এবং মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত হানে। সেই কারণে তিনি চাইছেন যাতে যত দ্রুত সম্ভব পুজো কমিটি মণ্ডপ থেকে জুতো সরিয়ে নেয়। এই একই রকম অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে। তারাও দাবি করেছে যে এইভাবে মণ্ডপসজ্জা করে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে।