নদীয়া: ‘উত্থান-পতন’ এই দুটি শব্দ যেন রানু মণ্ডলের নাম শুনলেই চোখে ভেসে আসে।
নদীয়ার রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সোশ্যাল দুনিয়ায় সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন রানু মণ্ডল। কিন্তু আবার কোথায় দিনে দিনে তিনি হারিয়ে গেছেন দর্শকের মন থেকে। নতুন করে সিংহলি ভাষা মানিকে মাগে হিতে গান গেয়ে আবার নেট দুনিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন রানু মণ্ডল।
কয়েক বছর আগে নদীয়ার রানাঘাটের রেল স্টেশনে নিজে নিজেই লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গেয়েছিলেন। সেই গান ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই এলাকারই এক যুবক। তার কণ্ঠস্বরে জাদুতে নিমেষেই সেই গানের ভিডিও লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। এরপর যতদিন গিয়েছে আর ঘুরে তাকাতে হয়নি৷ রানাঘাট থেকে সোজা মুম্বই।
বিখ্যাত বিখ্যাত সুরকারদের সঙ্গে পরিচিতি শুরু হয় রানু মণ্ডলের। বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার সুরে তিনি একটি গান গিয়েছেন। কিন্তু তারপরেই যেন কোথায় হারিয়ে যেতে বসে রানু মণ্ডল। আবারও সেই পুরনো জায়গায় ধীরে ধীরে ফিরে আসেন তিনি। এখন নিজের সেই ভাঙা পুরনো বাড়িতে কোন রকমে আধপেটা খেয়ে দিনযাপন করছেন তিনি। অনেকেই বলছেন, অহংকার পতনের ফল। তার কারণ, রানু মণ্ডলের বিভিন্ন কথা নিয়ে এর আগেও বিতর্কের সৃষ্টি হয়েছে। রানু মণ্ডল নিজেই জানাচ্ছেন কেউ কেউ খাবার তাকে দান করে যায়। কোনরকমে বেঁচে আছেন তিনি।