নয়াদিল্লি: প্রথম দফা বঙ্গ ভোটের ঠিক আগের দিন অর্থাৎ ২৬ মার্চ বাংলাদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর ও শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ওপার বাংলার অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি। আর তার ঠিক আগেই ঘোষণা করা হল সুখবর।
বাংলাদেশ মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করেছে ভারত, এমনটাই জানা গেছে দিল্লি সূত্রের খবরে।২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন শেখ মুজিবর রহমান। প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে এই ঘোষণা নিঃসন্দেহে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরো মজবুত করবে, মনে করছে পর্যবেক্ষক মহল।
জানা গেছে, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই নন, ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করা হচ্ছে আরো এক রাষ্ট্রনায়ককে। দীর্ঘদিন যাবৎ ওমানের শাসন ক্ষমতা পরিচালনা করা সুলতান কাবুসও পাচ্ছেন গান্ধী শান্তি পুরস্কার। বঙ্গবন্ধুর ক্ষেত্রে এই বিশেষ সম্মানের তাৎপর্য কিন্তু খানিক আলাদা। এ পর্যন্ত গান্ধী শান্তি পুরস্কারে মরোনোত্তর সম্মান লাভ করেননি কেউই। সেদিক দিয়ে দেখতে হলে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে গান্ধী শান্তি পুরস্কারের ঘোষণা ওপার বাংলার মানুষের মন জয় করতে বাধ্য।
সূত্রের খবর, ২৬ মার্চের বাংলাদেশ সফরে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নরেন্দ্র মোদী যাবেন শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায়। সেদেশের রাজধানী ঢাকা থেকে এটি অন্তত ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে শেখ মুজিবর রহমানের সমাধিস্খলেও শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়া, ওপার বাংলা সফরে রয়েছে আরো চমক। ওলাকান্দি অঞ্চলে নরেন্দ্র মোদী যাবেন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠতা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটে দর্শন করতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মতুয়া ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করার ক্ষেত্রে এই পদক্ষেপ কাজে লাগবে বলেই আশাবাদী গেরুয়া শিবির।