কলকাতা: হাজারও সতর্কতার পরেও অনেকেই কোভিড বিধি মেন চলছেন না৷ কিংবা বলা ভাল, কিছুতেই সকলের মধ্যে গড়ে তোলা সম্ভব হচ্ছে না করোনা সচেতনতা৷ তাই এবার আসরে নামলেন স্বয়ং মা দুর্গা৷
পঞ্চমীর সকালে ত্রিশূল হাতে কলকাতার রাজপথে হাজির হলেন মা দুর্গা৷ স্বভাবতই, জ্যান্ত দুর্গাকে দেখে থতমত খেলেন অনেক ভক্ত৷ চোখ পাকিয়ে ত্রিশূল হাতে মা জানতে চাইলেন, মাস্ক কই? ভক্তকুলের তখন কাঁচু মাচু মুখ৷ ছেড়ে দে মা কেঁদে বাঁচি হাল! রবিবার পঞ্চমীর সকালে সল্টলেকের দত্তাবাগ এলাকার অনেকেই এমন ঘটনার সাক্ষী থাকলেন৷ তাঁদের কথায়, ত্রিশূল হাতে এভাবে করোনা সচেতনতায় স্বংয় মা দুর্গা হাজির হবেন এটা কল্পনাও করিনি৷
এবার সল্টলেক দত্তাবাদের বাঘ পাড়া স্পোটিং ক্লাবের পুজোর থিম ‘দুয়ারে মা’। তারই জেরে করোনা সচেতনতার বার্তা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন দেবী দুর্গা। সল্টলেকের দত্তাবাদের একটি মেয়েকে দেবী দুর্গার প্রতীকী সাজিয়ে ওই এলাকার সকল বাড়ি বাড়ি গিয়ে করোনা সচেতনতার বার্তা দিলেন দুর্গাবেশী মহিলা৷ জ্যান্ত দুর্গা বিনামূল্যে এলাকাবাসীর হাতে তুলে দিলেন মাস্কও৷
সূত্রের খবর, ‘জ্যান্ত দুর্গা’ যখন বাড়ি বাড়ি ঘুরছিল সেই সময় যারা মাস্ক পরে ছিল না, তাদের কপট রাগের সুরে প্রথমে ধমক এবং পরে মাস্ক দেন দেবী দুর্গা। মানুষকে সচেতন করেন তিনি৷ একই সঙ্গে আদর্শ আচরণ বিধি মেনে চলার জন্যও ভক্তদের বলেন তিনি৷ এভাবেই রবিবার সকালে বেঙ্গল কেমিকাল মোড় থেকে পায়ে হেঁটে ইএম বাইপাস ধরে দেবী দুর্গা উপস্থিত হয় পুজো মণ্ডপে। স্বভাবতই, জ্যান্ত দুর্গাকে দেখতে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। ভিড়ও জমিয়েছিলেন অনেকে৷