কলকাতা: দেশের নজরে কৃষক আন্দোলন। এবার সেই আন্দোলনের ছবি বাঙালির মহোৎসবে। এবার কৃষক আন্দোলনকে সামনে রেখেই ২১তম বর্ষে থিম সাজালো দমদম ভারতচক্র দুর্গোৎসব কমিটি।
লখিমপুরের ঘটনা থেকে কৃষকদের আর্তনাদ প্রতিটা বিষয় স্থান পেয়েছে তাদের পুজো মণ্ডপে। মণ্ডপে প্রবেশের শুরুতে কাঁটাতারে মোড়া পুলিশ ব্যারিকেড৷ সেখানেই দেখা মিলবে কৃষকদের পায়ের জুতো৷ দুপাশে দেওয়ালের গায়ে রক্ত রঙে লেখা কৃষকদের আর্তনাদ৷ তার পাশেই স্থান পেয়েছে কৃষকদের দাবির হাত। দেশজুড়ে চলা কৃষকদের লড়াই যেন ৫ মিনিটের ভ্রমনস্থলে উঠে এসেছে।
তার মাঝেই উড়ে চলার বার্তা হিসাবে থেকেছে উরোচিঠির ডানা দেওয়া কৃষকের ট্রাক্টর। মাত্র দেড় মাস সময়ের মধ্যেই কৃষকদের এই আন্দোলনের ছবি তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু বর্তমানে চলা কৃষক আন্দোলন নয় ইতিহাসের সব কটি আন্দোলনকে তাদের থিমের মধ্যে সামিল করা হয়েছে বলে জানান দমদম পার্ক ভারতচক্র দুর্গাপূজা কমিটির সদস্যরা৷
স্বভাবতই, চারিদিকে হাজারো থিমের মাঝে এহেন তথ্য সমৃদ্ধ বাস্তব ঘটনার মোড়কে গড়ে ওঠা মণ্ডপে ক্রমেই বাড়ছে দর্শনার্থীদের ভিড়৷ উদ্যোক্তারা জানিয়েছে, কোভিড বিধি মেনেই সকলকে মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে৷ একই সঙ্গে মাস্ক, সানিটাইজারের দিকে বাড়তি নজর রাখা হচ্ছে৷ পরীক্ষা করে দেখা হচ্ছে শরীরের তাপমাত্রাও৷ উদ্যোক্তাদের এদিকে এগোচ্ছে তাতে দু’দিন পর চাষি চাষ বন্ধ করে দিতে বাধ্য হবেন৷ তখন আমরা আধুনিক মানুষরা খাব কি? একথা ভেবেই চাষিদের দুর্দশাকে সামনে রেখে এই ধরণের ভাবনার বাস্তব রূপয়াণ৷