কলকাতা: মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বিগত কয়েক দিন ধরেই এই খবরে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে একদল অভিযোগ তুলছে এবং সেই দলেই রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গত বছর এই সময় এই মাদক কাণ্ড নিয়েই অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছিল একাংশ। সেই ঘটনার সঙ্গে আরিয়ান খানের ঘটনার তুলনা টেনে অধীর রঞ্জন চৌধুরী একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
অধীর মনে করছেন শুধুমাত্র সংখ্যালঘু বলেই শাহরুখ খানের ছেলেকে নিশানা করা হয়েছে। তিনি মনে করছেন শাহরুখের পরিবারের বিরুদ্ধে অন্যায় হচ্ছে এবং আরিয়ানকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে। ঠিক আগের বছর যেমন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে গর্জে উঠেছিল একাংশ ঠিক তেমনই এবার আরিয়ান খান ষড়যন্ত্রের শিকার। এই প্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, বিগত কয়েকদিন ধরে শাহরুখ খান এবং তার পরিবার সমস্যায় জর্জরিত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথা বলছেন না বা এই ব্যাপারে প্রতিবাদ করছেন না, অথচ শাহরুখের সঙ্গে মমতার সম্পর্ক খুবই ভালো। অধীরের কথায়, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান আবার কলকাতা নাইট রাইডার টিমের মালিক। এর আগে একাধিক অনুষ্ঠানে কলকাতায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে এবং মমতার সঙ্গে তাঁর কত ভালো সম্পর্ক তা সবাই জানেন। তারপরেও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রতিবাদ করতে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, মাদক মামলার শুনানি পিছিয়ে গিয়েছে এবং আজও জামিন পাননি শাহরুখপুত্র আরিয়ান খান। তাকে জেল হেফাজতেই থাকবে হবে। গত বৃহস্পতিবার আরিয়ানকে দু’সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত এবং তারপর থেকেই অর্থ রোড জেলে রয়েছেন আরিয়ান খান। এর আগে জামিনের আবেদন একবার খারিজ হয়ে যাবার পর আজ আবার ছিল শুনানি। কিন্তু আজ সেই শুনানিও পিছিয়ে গিয়েছে।