পাঁশকুড়া: অল্পের জন্য রক্ষে! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন রেলের কর্মীরা। সপ্তমীর সকালে পূর্ব মেদিনীপুরের রঘুনাথবাড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির বেশ কয়েকটি বগি। ঠিক কি কারণে মালগাড়ির একাধিক বগি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছছেন রেলে পদস্থ আধিকারিকেরা৷
রেল সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৮.১২ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় মালবাহী গাড়ির ৮টি বগি। যার জেরে ওই শাখায় আপ ও ডাউন লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়৷ খড়গপুর রেলের সিনিয়র আধিকারিক গজরাজ সিং বলেন, ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনার জেরে প্রাথমিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷
সকালের দিকে মেন লাইন দিয়ে ঝাড়গ্রাম, দিঘা ও আদ্রা রুটের একাধিক এক্সপ্রেস ট্রেন ছিল৷ মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ায় কারণে রেলের তরফে দূরপাল্লার ওই একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়৷ জানা গিয়েছে, আসানসোল-হলদিয়া স্পেশাল এক্সপ্রেস এবং হাওড়া থেকে দিঘাগামী স্পেশাল এক্সপ্রেস ট্রেনকে বাতিল করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকায় তীব্র আওয়াজে চমকে ওঠেন তাঁরা৷ দেখেন মালগাড়ির একাধিক বগি লাইন থেকে নেমে গিয়েছে৷ ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়ির লাইনচ্যুত বগিগুলিকে সরিয়ে রেল পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে৷ কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। এক রেল আধিকারিকের কথায়, ‘‘মালগাড়ির পরিবর্তে কোনও এক্সপ্রেস ট্রেন থাকলে কি হত, সেটাই ভাবছি!’’