কলকাতা: আজ দশমী। আর দশমী দুপুর থেকেই নিউটাউন বিসর্জন ঘাটে শুরু হয়ে গেল প্রতিমা নিরঞ্জন।
সল্টলেক, রাজারহাট, নিউটাউন, এয়ারপোর্ট, বাগুইআটি, লেকটাউন সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার প্রতিমা বিসর্জন হয় নিউ টাউনের বিসর্জন ঘাটে। সেইমতো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জন। একদিকে যেমন টেকনোসিটি থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রয়েছেন ঘটনাস্থলে, পাশাপাশি এনকেডিএ’র তরফ থেকে বিভিন্ন কর্মীরা রয়েছে। কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে পুলিশের তরফ থেকে যেমন নজরদারি চালানো হচ্ছে তেমনই ডিজাস্টার ম্যানেজমেন্টে সদস্যরা জলাশয়ে নজরদারি চালাচ্ছেন।
করোনা বিধি মেনে হাসনাবাদের টাকির ইছামতি নদীতে বিসর্জন হলো দেবী দুর্গার। করোনার কথা মাথায় রেখে আগে থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বসিরহাট জেলা পুলিশ সিদ্ধান্ত নিয়েছিল এক একটি নৌকাতে করে আট জনের বেশি পুজো উদ্যোক্তারা উঠতে পারবে না। পাশাপাশি উভয় দেশ এর কেউই তাদের সীমান্ত পেরিয়ে অন্য সীমান্তে যেতে পারবেনা। সেই নিয়ম অনুযায়ী আজ শুক্রবার হাসনাবাদের টাকির ইছামতি নদীতে শুরু হয় বিসর্জন। করোনা স্বাস্থ্যবিধি মেনে এদিন বিসর্জন হয়।
অন্যদিকে পুরনো রীতিনীতি মেনে এদিন প্রথম টাকির পুবের জমিদারবাড়ির প্রতিমা বিসর্জন হয়।তারপর অন্যান্য প্রতিমা বিসর্জন হয়। প্রায় তিনশ বছর ধরে এই রীতিনীতি এই রেওয়াজ চলে আসছে। এদিন ২৬ জন বেয়ারা টাকির পুবের জমিদারবাড়ির প্রতিমা কাঁধে করে নিয়ে বিসর্জন করে। তারপর অন্যান্য প্রতিমা বিসর্জন হয় এই ইছামতি নদীতে।