‘মেঘনা মাঠে প্রোমোটিংয়ের চেষ্টা হলে হাতের পাঞ্জা কেটে নেব’, তৃণমূল নেতাদেরই হুঁশিয়ারি মদনের

‘মেঘনা মাঠে প্রোমোটিংয়ের চেষ্টা হলে হাতের পাঞ্জা কেটে নেব’, তৃণমূল নেতাদেরই হুঁশিয়ারি মদনের

কলকাতা:  মেঘনার মাঠ প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ৷ অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদেরই একাংশের বিরুদ্ধে৷ এই প্রেক্ষিতে মদন মিত্রের হুঁশিয়ারি, বেআইনিভাবে প্রোমোটিংয়ের চেষ্টা হলে কব্জি কেটে নেব৷ 

আরও পড়ুন- পুজো শেষে অগ্নিমূল্য বাজার দর, লক্ষ্মী পুজোর আগে পকেটে ছ্যাঁকা মধ্যবিত্তের

ফেসবুক লাইভে এসে মদন মিত্র বলেন, ‘‘ভেবেছিলাম কামারহাটি শান্ত৷ গুন্ডাদের তাণ্ডব বন্ধ হয়েছে৷ কিন্তু দেখছি এখনও কামারহাটিতে এদের নোংরামি শেষ হয়নি৷ মেঘনার মাঠ, যেখানে ফুটবল খেলা হয় সেখানে কী করে প্রোমোটিং করা যায় সেই চেষ্টা শুরু হয়েছে৷ আমি এদিকে পৌরসভাকে দিয়ে মাঠের কী ভাবে উন্নয়ন করা যায় সেই চেষ্টা করছি৷ সৌগত দা সাংসদ ফান্ড থেকে টাকা দেবেন আমি বিধায়ক ফান্ড থেকে দেব৷ সেখানে প্রোমোটিং-এর চেষ্টা চালছে৷’’

কামারহাটির বিধায়ক আরও বলেন, ‘‘ক্রিমিনালরা বারবার এসে পা ধরছে আর আমি প্রতিবারই ক্ষমা করছি৷ কিন্তু ক্রিমিনিলরা জানে না যে তাদের প্রতিটি গতিবিধি আমার নজরে রয়েছে৷ কার সঙ্গে কার কোথায় বৈঠক হচ্ছে, কে কতটা ভাগ নেবে, কে প্রোমোটিংয়ে কোন পার্সেন্টেজ নেবে সব জানি৷ যদি কেউ মনে করেন কামারহাটিতে গুন্ডামি করে ক্ষমতা দেখিয়ে, পয়সা দেখিয়ে মদন মিত্রকে হুঙ্কার দেবেন, মদন মিত্রকে কিনে নেবেন, তাহলে ভুল করছেন৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী৷ আমি শুভেন্দু নই৷ আমি টাকার কাছে বিক্রি হই না৷’’ 

সুর চড়িয়ে মদন মিক্র আরও বলেন, ‘‘কালকে আমি মেঘনা মাঠে যাব৷ মাঠের চাবি আমার কাছে আছে৷ যে যত বড় নেতা আর মাতব্বর ধরুন লাভ নেই৷ বিপদে পড়লেই পায়ে ধরবে৷ আর মিটে গেলেই সব হাটা, এটা বরদাস্ত করা হবে না৷ ভোটে ইস্যু হবে৷ তৃণমূলের পৌরসভা কোথায় কী কাজ করেছে সব হিসাব হবে৷ মেঘনা মাঠে হাত দিতে গেলে হাতের পাঞ্জা কেটে দেব৷ আমি মদন মিত্র৷ কোন মস্তান আছে দেখতে চাই৷ দরকার হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত যাব৷’’

আরও পড়ুন- শুধু বাংলাদেশেই নয়, বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, বিস্ফোরক দিলীপ

এই ইস্যুতে মদন মিত্রের পাশে দাঁড়িয়েছেন তৃণমূসের দমদম ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি পার্থ ভৌমিক৷ যদিও কামারহাটি পুরসভা সূত্রে খবর, মেঘনা মাঠে কোনও প্রোমোটিংয়ের খবর, তাঁদের কাছে নেই৷ পার্থ ভৌমিক বলেন, ‘‘তৃণমূল খেলার মাঠ প্রোমোটিং-এর বিরুদ্ধে৷ এটা নীতিগত ভাবে তৃণমূলের সিদ্ধান্ত৷ আমরা মাঠ-পুকুর এগুলো রক্ষার চেষ্টা করি৷ দলের আইন মেনেই মদন দা এই কথাগুলো বলেছেন৷ তবে মদন দা’তা আর কারও হাতের পাঞ্জা কাটতে যাবেন না৷ উনি উত্তেজিত হয়ে একথা বলে গিয়েছেন৷ ওঁকে বলব সংবাদমাধ্যমের সামনে যেন এসব কথা না বলেন৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fourteen =