ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, দিঘায় জারি হলুদ সতর্কতা, ঘরবন্দি পর্যটকেরা

ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, দিঘায় জারি হলুদ সতর্কতা, ঘরবন্দি পর্যটকেরা

দিঘা: সৈকত নগরীর দিঘার হলুদ সর্তকতা জারি করেছে প্রশাসন। রবিবার সকাল থেকে সৈকত নগরীর দিঘা, মন্দারমনি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় ঝোড়ো বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্রের জলোচ্ছ্বাস গাড়োয়াল টপকে লোকালয়ে দিকে ঢুকে পড়েছে। বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে বারণ করা হয়েছে। কার্যত পর্যটকরা হোটেল বন্দি অবস্থায় রয়েছেন। রবিবার ছুটির দিন। এমনিতে সৈকত নগরীর দিঘায় প্রচুর পরিমাণ পর্যটক উপস্থিত রয়েছেন। সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সর্তকতা চালানো হচ্ছে।

আরও পড়ুন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নদীয়ার ইসকনে তৈরি হল নতুন মন্দির

দিঘা বেড়াতে আসা কলকাতার বেহেলা এক মহিলা পর্যটক বলেন, “কলকাতার পুজো আনন্দ বাদ দিয়ে দিঘা বেড়াতে এসেছিলাম। দিঘার পুজো দেখেছি। খারাপ আবহাওয়ার জন্য সমুদ্র স্নানে নামতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টির কারণে হোটেল ছেড়ে বেরোতে পারছি না। একটু খারাপ লাগছে, কিন্তু দিঘার এই সৌন্দর্য উপভোগ করতে ভালও লাগছে৷”

দিঘায় কর্তব্যরত নুলিয়া সিদ্ধার্থ বেরা বলেন, ” আমরা রীতিমতো নজরদারি চালাচ্ছি। আজকের দিঘার আবহাওয়া খুবই খারাপ। পর্যটকদের সমুদ্রস্নানে নামতে বারণ করা হচ্ছে। মাইকিং করে প্রচার করানো হচ্ছে। পর্যটকরা কোন বিপদের সম্মুখীন না হয় তার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে৷”

রামনগর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র বলেন, ” দুর্যোগপূর্ণ এলাকা আমরা পরিদর্শন করেছি। বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। কোন পর্যটক অমান্য করলে তার বিরুদ্ধে পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছি। দুর্যোগ বাড়লে অন্যত্র মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *