বাংলাদেশে ইসকনে হামলা: এপারে প্রতিবাদে সামিল হচ্ছে বিজেপি

বাংলাদেশে ইসকনে হামলা: এপারে প্রতিবাদে সামিল হচ্ছে বিজেপি

কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমনের প্রতিবাদে আজ বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে ইসকন কর্তৃপক্ষ। নিউটাউনের গোশালায় ইসকন মন্দিরে আসেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধা রামন দাসের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুন- ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, দিঘায় জারি হলুদ সতর্কতা, ঘরবন্দি পর্যটকেরা

সেখানেই তিনি জানান, বাংলাদেশে দুর্গা পূজার সময় হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ১৭ ও ১৮ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ সংগঠিত করা হবে৷ ১৯ অক্টোবর কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করা হবে৷ মিছিলে বিজেপি নেতৃত্ব থাকলেও হিন্দু ব্যানারে হবে ওই প্রতিবাদ মিছিল৷ প্রতিবাদ মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি ড: সুকান্ত মজুমদার। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রিয় নেতৃত্ব।

প্রসঙ্গত, : হিংসা যেন থামছেই না বাংলাদেশে। দুর্গাপুজোর সময় থেকে একের পর এক সাম্প্রদায়িক হিংসার ঘটনার খবর আসছে ওপার বাংলা থেকে। প্রথমে অষ্টমীর রাতে পুজো মণ্ডপে ভাঙচুর। তারপর দশমীতে ইসকন মন্দিরে হামলা। এই পরিস্থিতিতে এবার বাংলায় ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে।  বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমনের প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদীকে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও সরব হয়েছেন এই বিষয়ে। আর এবার এই ঘটনার প্রতিবাদে এবার নিউটাউনের গোশালায় ইসকন মন্দিরে আসেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই তিনি জানান, দলীয় কর্মসূচির কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =