বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতে আমন্ত্রণ, পড়ুয়াদের স্কলারশিপের নজরানা নমোর

বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতে আমন্ত্রণ, পড়ুয়াদের স্কলারশিপের নজরানা নমোর

ঢাকা:  বন্ধু দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদেশে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সঙ্গে নিয়ে গিয়েছেন ভালোবাসার নজরানা৷ বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অন্যতম অতিথি তিনি৷ সেই সঙ্গে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীও৷ এই উপলক্ষে বাংলাদেশের ব্যবসায়ী থেকে পড়ুয়া সকলের জন্য বিশেষ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী৷  

আরও পড়ুন-  শত্রুকে হুঁশিয়ারি, সন্ত্রাসদমনে বাংলাদেশকে ঐক্যের বার্তা নমোর

আজ একদিকে যেমন ৫০ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে বাংলাদেশ৷ অন্যদিকে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কেরও ৫০ বছর পূর্তি হল আজ৷ এই উপলক্ষে বাংলাদেশের ৫০ জন ব্যবসায়ীকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, তাঁরা ভারতে এলে আমরা ওঁনাদের কাছ থেকে শেখার সুযোগ পাব৷ আবার ওঁনারাও আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন৷ পাশাপাশি বাংলাদেশে ছাত্র সমাজের জন্যও বিশেষ উপহারের কথা জানান তিনি৷ সে দেশের ছাত্র সমাজের জন্য সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের ঘোষণা করেন মোদী৷  

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে নিজের অস্তিত্ব জাহির করতে সক্ষম হয়েছে৷ যাঁদের বাংলাদেশ নির্মানে আপত্তি ছিল, যাঁদের বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন, তাঁরা ভুল প্রমাণিত হয়েছে৷ আমাদের এগিয়ে যেতেই হবে৷ মহিলাদের এগিয়ে যেতে হবে৷ দারিদ্রতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে৷ আমাদের লক্ষ্য এক৷ তাই আমদের প্রয়াসও এক হতে হবে৷ ভারত-বাংলাদেশ মিলিতভাবে প্রগতির পথে এগিয়ে যাবে৷ তাঁর বার্তা ভারত-বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক৷ 

আরও পড়ুন- মুসলিম অধ্যুষিত বাংলাদেশ ‘ধর্মনিরপেক্ষতার’ পাঠ পড়াল, সাক্ষী মোদী

প্রসঙ্গত, এদিন বাংলাদেশকে ১২ লক্ষ করোনা ভ্যাকসিন উপহার দিয়েছে ভারত। অন্যদিকে বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর সম্পর্কে লেখেন, “বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =