করোনাকে সাদরে অভ্যর্থনা জানাতে দিঘায় পর্যটকদের ঢল

করোনাকে সাদরে অভ্যর্থনা জানাতে দিঘায় পর্যটকদের ঢল

দিঘা: ইতিমধ্যে দৈনিক মৃতের সংখ্যা দুই অঙ্ক ছুঁয়েছে৷ আক্রান্তের সংখ্যা সাতশোর ওপরে৷ দুর্গা পুজোর আবহে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিলই৷ কিন্তু তারপরেও মানুষের মধ্যে ন্যূনতম ভয়, ভীতিও কি আছে? দিঘার সমুদ্র তটের ছবিটা কিন্তু অন্য কথা বলছে৷

সোমবার দিঘার সমুদ্রে লোকে লোকারণ্য৷ পর্যটকদের ভিড় দেখলে বোঝা দায়, এখানে করোনা নামক কোনও ভাইরাস আদৌ কোনওদিন এসেছিল কি না৷ বাস্তবিকই তাই! বৃষ্টিকে উপেক্ষা করেই সোমবার দিঘা সমুদ্রের স্নানে মাতলেন পর্যটকরা। পুজোর ছুটিতে গত সপ্তাহ থেকেই বাড়তি ভিড় লেগে রয়েছে সৈকত নগরীতে। পর্যটকদের সমুদ্র উপভোগে বাধসাধছে নিম্নচাপের বৃষ্টি। তবে সেই বৃষ্টি থামতেই সোমবার সমুদ্রস্নানে ভিড় জমান পর্যটকরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নজরদারি চালানো হয় সমুদ্র পাড়ে। কিন্তু কোথায় মাস্ক, কোথায় শারীরিক দূরত্ব বিধি?

সে সবের কোনও তোয়াক্কা না করে এদিন রীতিমতো বৃষ্টি মাথায় করে স্নানে নামতে দেখা যায় পর্যটকদের৷ যে দৃশ্য দেখে ফের করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে সবমহলই৷ যদিও পর্যটকদের কথায়, তার লেশমাত্র আশঙ্কা দেখা যায়নি৷ কলকাতার দমদমের পর্যটক রাহুল বৈদ্য সপরিবারে এসেছেন দিঘায৷ বেপরোয়াভাবে জবাব এলো, ‘‘দেখছেন তো মানুষ দু’বার টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন৷ ফলে হওয়ার হলে এমনই হবে৷ অত দুঃশ্চিন্তা করতে পারব না৷ বরং জীবনটাকে যতটা পারি উপভোগ করে নিই!’’  বিশেষজ্ঞরা বলছেন, এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর৷ আনন্দের নামে মানুষ যেটা করছেন আসলে সেটা আত্মঘাতীর নামান্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nine =