‘দুয়ারে নয়, দোকানে রেশন’! গণ কনভেনশনে দাবি রেশন ডিলারদের

‘দুয়ারে নয়, দোকানে রেশন’! গণ কনভেনশনে দাবি রেশন ডিলারদের

কলকাতা:  ”দুয়ারে নয়, দোকানে রেশন”৷ জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে রেশন ডিলার্সদের জন্য আজ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজয় সম্মেলনী ও গণ কনভেনশনের আয়োজন করা হয়। সেখানে এই আওয়াজ তোলেন রেশন ডিলাররা৷

সংগঠনের জেনারেল সেক্রেটারি বিসম্ভর বসু জানান, আজ আমাদের বিজয়া সম্মেলন িল৷ সেখান থেকেই আমরা ঠিক করেছি, এবার ”দুয়ারে নয়, দোকানে রেশন” এই স্লোগানকে সামনে রেখে আমরা আন্দোলনে যাব৷ পশ্চিম বাংলার রেশন ডিলাররা তারা একটা জয়েন্ট ফোরাম তৈরি করেছে৷ যার নাম রাখা হয়েছে, দুয়ারে নয় দোকানে রেশন’৷ আমরা এথদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মত খাদ্য সাথী পরিচালনা করে এসেছি৷ কোভিড আবহে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ দু-বছর যাবৎ রেশন বিলি করে এসেছি৷ কিন্তু আজকে যেটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা আর মেনে নেওয়া সম্ভব নয়৷

তিনি বলেন, ‘‘আমরা দেখলাম পরীক্ষা করে, আমরা দেখলাম বিচার করে, বিশ্লেষণ করে আমাদের বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া অর্থাৎ দুয়ারে রেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রীর, খাদ্যমন্ত্রীর কাছেও আবেদন রেখেছি আমাদেরকে এই ভাবে চাপ সৃষ্টি করে দুয়ারে রেশনে ঠেলে দেওয়া যাবে না। তাই আমরা আজকে এই দুয়ারে নয় দোকানে রেশন, এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য কনভেনশনের আহ্বান করেছি। আমরা আর দুয়ারে যেতে পারছি না, গত ১৭ তারিখ থেকেই আমরা সেই পদক্ষেপ নিয়েছি।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘নবমীর দিন খাদ্যমন্ত্রী সহ বিভিন্ন স্তরে আমরা জানিয়েছি৷ এটা আমাদের পক্ষে সম্ভব নয়।’’ অভিযোগ করেছেন, ‘‘নিজেদের অপারগতা জানানোর পরও বিভিন্ন জায়গা থেকে আমাদের উপর প্রশাসনিক চাপ নামানো হচ্ছে৷ অত্যাচারের ভয় দেখানো হচ্ছে৷ অবিলম্বে এই জিনিস বন্ধ করে স্বাধীনতার পর থেকে বলবৎ সেই পুরনো রেশন ব্যবস্থাকে চালু করার দাবি জানাচ্ছি৷’’  তবে জোর করে যদি আমাদের দুয়ারে রেশন পাঠাতে বাধ্য করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার পাশাপাশি গণ পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন রেশন ডিলাররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =