কলকাতা: ফের করোনা টিকা প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ বিশ্বের একমাত্র দেশ হিসাবে আজ একশো কোটি ভ্যাকসিন ডোজ পূর্ন করতে চলেছে ভারত৷ সেই প্রসঙ্গ উত্থাপন করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘‘এই সরকারের কোনো যোগ্যতা নেই কোনো একটা কাজ ঠিক মতো করার। সারা দেশে একশো কোটি মানুষ যেখানে ভ্যাকসিন পেয়েছে সেখানে পশ্চিমবাংলায় কে পাচ্ছে আর কে পাচ্ছে না, বোঝা যাচ্ছে না। গ্রামের দিকে তো পাচ্ছে না লোকে। কলকাতা শহরে সমস্ত কিছু দেওয়া হচ্ছে তাও এখানে মানুষ জানতেই পাচ্ছেন না কোথায় কিভাবে পাবে।’’
একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘এখানে হীনমন্যতা, অযোগ্যতা আর কেবল উচ্ছা রাজনীতি ছাড়া কিছু নয়। সারা দেশের মানুষ খুশি। আমি অন্যান্য রাজ্যেও গেলাম। দিল্লিতে আমি নিজে একটা ভ্যাকসিন নিয়েছি৷ কোথাও কোনো ঝগড়া ঝাটি নেই। সাধারণ ভাবে মানুষ আসছেন নিচ্ছেন কিন্তু এখানে কোনো সিস্টেম নেই। মানুষকে ভ্যাকসিন নিতে গিয়ে লাঠি খেতে হচ্ছে৷ মারা যাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের কি আছে।’’
অন্যদিকে দেশের ১০০ কোটি ভ্যাকসিন ডোজ পূর্ণ করা নিয়ে কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ৷ বলেছেন, ‘‘নিঃসন্দেহে এটা আমাদের কাছে গৌরবের। ভারতের মতো একটা পিছিয়ে থাকা দেশ বিশ্বকে পথ দেখাচ্ছে। অনেক উন্নত দেশ যারা মেডিকেল সায়েন্সে অনেক উন্নতি করেছে তারাও পিছিয়ে গেছে। অন্যান্য দেশে একটা ভ্যাকসিন হচ্ছে আমাদের দেশে দুটো করে ভ্যাকসিন হচ্ছে। দেশের একশো কোটি লোককে দেওয়ার সঙ্গে সঙ্গে আরো পঞ্চাশটা গরিব দেশের মানুষকে দিচ্ছি মানবতার খাতিরে। নরেন্দ্র মোদির নেতৃত্ব আজকে দেশে আছে বলে সম্ভব হচ্ছে৷’’