খড়দহ: “জ্যোতিবাবুর পার্টির একটা মুখ বিধান সভায় দিন, এতে সরকার বদলাবে না, মন্ত্রী বদলাবে না, বরং একটা গঠন মূলক বিরোধী কণ্ঠস্বর বিধানসভায় পাঠান।” খড়দহ উপ নির্বাচনে প্রচারে নেমে সাধারন মানুষের কাছে এই অভিনব পদ্ধতিতে হাতজোড় করে ভোট প্রচার করছেন বাম প্রার্থী দেবজ্যোতি দাস ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য।
রাজ্যের বাকি তিনটি কেন্দ্রের সঙ্গে ১০৯ খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অনুষ্ঠিত হতে চলেছে ৩০ অক্টোবর। এই কেন্দ্রের ভোট যুদ্ধ মূলত হবে ত্রিমুখী। তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী জয় সাহা প্রচার চালাচ্ছেন জোর কদমে। তার সাথে পাল্লা দিয়ে প্রচার করছেন বাম প্রার্থীও। ভোটারদের কে নিজেদের কথা বোঝাতে বৃহস্পতিবার সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে নির্বাচনী প্রচার হল অভিনবভাবে।
এদিন প্রচার শুরু হয় পঞ্চানন তলা মোড় খড়দা থানা পাশে থেকে ১৯ নম্বর ১৪ নম্বর ১৭ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডের খড়দহ পৌরসভা অঞ্চলের। এদিন বাম প্রার্থী ও কর্মীরা ভোটারদের বোঝানোর চেষ্টা করেন যে একটা কেন্দ্রে তৃণমূল হারলে তাতে সরকারের কোন ক্ষতি হবে না৷ কিন্তু খড়দহের থেমে থাকা উন্নয়ন এগোবে। আর সেই সঙ্গে বিধানসভাতেও বিরোধী মুখ যাবে যে উন্নয়নের পক্ষে কথা বলবেন। এরপর সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পীর মোহাম্মদ এবং প্রার্থী দেবজ্যোতি দাস। এই নির্বাচনী প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য সহ সিপিআইএম জেলা নেতৃত্ব।