কলকাতা: শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির সঙ্গে তাঁর বিয়ের খবরে রীতিমতো শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে৷ এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অসুস্থ হয়ে বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন চন্দনার প্রাক্তন গাড়ি চালক কৃষ্ণ কুণ্ডু৷ এখনও অসুস্থ কৃষ্ণ৷ তাঁর বাম হাত অবশ হয়ে গিয়েছে৷ হাতে কোনও জোড় নেই৷ চিকিৎসা করানোর জন্য অর্থও নেই তাঁর কাছে৷ কিন্তু কোনও ভাবেই চন্দনার কাছে হাত পাততে নারাজ কৃষ্ণর প্রথম পক্ষের স্ত্রী রুম্পা কুণ্ডু৷ তাঁর সাফ কথা, ‘প্রাণ থাকতে মান খোয়াব না’৷
আরও পড়ুন- জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে খড়দহে ভোট প্রচারে অভিনব কৌশল তরুণ প্রার্থীর!
গাড়ি চালক কৃষ্ণর সঙ্গে চন্দনার বিয়ের খবর ঝড় তুলেছিল রাজনৈতিক মহলে৷ যদিও সেই খবর অসত্য বলে দাবি করেন চন্দনা৷ এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি৷ কিন্তু চন্দনার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি কৃষ্ণ৷ বারবার জানিয়েছেন চন্দনাকে ছেড়ে একমুহূর্তও থাকতে পারছেন না তিনি৷ তাঁর বিরহে দিনরাত মদ্যপান করে ‘দেবদাস’ হয়েছেন৷ এমনকী মদ্যপান করে হাসপাতালেও ভর্তি হন৷ সর্বসমক্ষে কৃষ্ণ এও বলেছিলেন, “মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে চন্দনাকে বিয়ে করেছি। তাঁর সঙ্গে সংসার করব। আমরা দু’জন একসঙ্গে পথ চলার শপথ নিয়েছি।’’
এদিকে কৃষ্ণর স্ত্রী রুম্পা একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি বাপের বাড়িতে রয়েছেন। কৃষ্ণ খুবই অসুস্থ। তাঁর বাম হাত অবশ হয়ে গিয়েছে। কোনও ভার তুলতে পারছে না। এদিকে ডাক্তার দেখানোর টাকাটুকুও নেই। কিন্তু, যতই সমস্যা হোক চন্দনার কাছ থেকে কোনও রকম আর্থিক সাহায্য নিতে তিনি নারাজ রুম্পা বলেন, ‘যে আমার এতবড় সর্বনাশ করার চেষ্টা করল, প্রাণ থাকতে তাঁর কাছে হাত পাতব না৷’
পাশাপাশি তিনি এবং তাঁর স্বামী তৃণমূলে যোগ দেবেন বলেও জানান রুম্পা। তবে এখনও তৃণমূলে যোগ দেবেন না তিনি৷ রুম্পা বলেন, ‘আমি সন্তান সামলে দলকে কতটা সময় দিতে পারব, বুঝতে পারছি না৷ তাই আপাতত ও তৃণমূলে যোগ দেবে।’ যদিও কৃষ্ণর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শালতোড়ার বিধায়ক৷