বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক রাহুল! তুললেন মৌলবাদ ইস্যু

বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক রাহুল! তুললেন মৌলবাদ ইস্যু

5f62b3f1fa0203d0a503d22204a2f0fc

বারাকপুর: বাংলাদেশের ঘটনা নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা৷ প্রশ্ন তুললেন, ‘‘বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, সেই ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? তিনি কেন বোবা হয়ে গেছেন? অথচ উনি তো একজন টকেটিভ মুখ্যমন্ত্রী। ওনার নিরবতার জন্য আমাদের রাজ্যে মৌলবাদ বাড়বে!’’

শুক্রবার খড়দহ বিধানসভার উপ নির্বাচনে বিজেপির প্রার্থী জয় সাহার হয়ে প্রচারে এসেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা৷ সেখানেই এই ভাষাতেই তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। পরে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে রাহুল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো টকেটিভ নেত্রী বাংলায় কেন ভারতবর্ষে আসেনি। সব ব্যাপারে মত দেন সব ব্যাপারে কথা বলেন। অথচ বাংলাদেশের ঘটনার পর তিনি বোবা হয়ে গেছেন।’’

একই সঙ্গে বলেছেন, ‘‘এই আক্রমণটা যদি উল্টো দিক থেকে আসতো তাহলে তিনি মুখ খুলতেন।’’ এরপরই খড়দহের মানুষের কাছে তাঁর দাবি, ‘‘মানুষ ভেবে চিন্তে যেন ভোটটা দেন। একই ভুল যেন বারে বারে না হয়৷ কারণ তা হলে মিনি পাকিস্তান হয়ে উঠবে পশ্চিমবঙ্গ৷’’ যদিও রাহুলের এহেন কড়া প্রতিক্রিয়া সম্পর্কে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘উনি পাগলের প্রলাপ বকছেন৷ ওঁকে বকতে দিন৷ মানুষ তৃণমূলের সঙ্গেই আছে৷ সেটা এবারের উপ নির্বাচনে এলাকার মানুষ আবারও প্রমাণ করবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *