বোলপুর: অনুব্রত মণ্ডল এবং বিতর্কিত মন্তব্য যেন সমার্থক। বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে হামেশাই বিতর্ক সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের কেষ্ট। কখনও কোনও বিরোধী নেতাকে নিয়ে মন্তব্য, কখনও আবার পরোক্ষ হুঁশিয়ারি। এ যেন লেগেই আছে। এবারেও সেই একই রকম ঘটনা ঘটালেন তিনি। বিজেপি কর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন অনুব্রত। হাতের কবজি কেটে নেওয়ার ‘হুমকি’। তাঁর এই মন্তব্য নিয়ে এখন শোরগোল।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেন অনুব্রত। তিনি তাঁকে ‘ছাগল’ পর্যন্ত বলতে ছাড়েননি। তাঁর কথায়, আগে বাংলার বিজেপির রাজ্য সভাপতি ছিল ভেড়া। এখন একটা ছাগল এসেছে। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি বলেন, বিজেপি অনেক হুমকি দিচ্ছে যে বাঁশ, লাঠি দিয়ে মারবে। কিন্তু মারার আগেই যদি তাদের কবজি কেটে বা ভেঙে যায়, তখন কী হবে? বিজেপির কোনও লাভ নেই তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে। আসলে লাভপুরের ফুল্লরা সিনেমাহলে লাভপুর ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলনী ছিল। সেখানেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, তরুণ চক্রবর্তী, মান্নান হোসেন-সহ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতর নেতা এবং সদস্যরা। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন অনুব্রত।
এর আগে বীরভূমে এসে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, মামলা যখন খেতেই হবে যখন মার দিয়েই মামলা খাওয়া ভালো। তৃণমূলের নেতারা যারা মস্তানি করেন, তাদের মনে করিয়ে দিতে চান যে, প্রতিটি ক্রিয়ার কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে! আর সময় বদলাবে। এই পরোক্ষ ‘হুমকির’ ২৪ ঘণ্টার মধ্যেই অনুব্রতর এই পাল্টা হুঁশিয়ারি।