ভবানীপুর পথ দেখিয়েছে, তৃণমূল না জিতলে ভারত বাঁচবে না: অভিষেক

ভবানীপুর পথ দেখিয়েছে, তৃণমূল না জিতলে ভারত বাঁচবে না: অভিষেক

কলকাতা:  দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় ভোট প্রচারে গিয়ে বিজেপি’কে হারানোর হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভবানীপুরের উদাহরণ টেনে গোসাবাকে উজ্জীবিত করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷   

আরও পড়ুন- দুই রাজ্যে জয় নিশ্চিত! যেখানে BJP সেখানেই যাবে তৃণমূল, হুঙ্কার অভিষেকের

অভিষেকের হুঙ্কার, বিজেপি সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অত সহজ নয়৷ কারণ তিনি উড়ে এসে জুড়ে বসা কোনও নেত্রী নন৷ আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন৷ তিনি মানুষের হৃদয়ে বাস করেন৷ অভিষেক আরও বলেন, সারা ভারতবর্ষ আগামী ৩০ তারিখ এই চার বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে৷ গোসাবা, খড়দা, দিনহাটা আর শান্তিপুর৷ সর্বোচ্চ ব্যবধানে গোসাবাকে জেতাতে হবে৷ উন্নয়নের পক্ষে রায় দিতে হবে মানুষকে৷ 

অভিষেকের কথায়, এটা গোসাবার নির্বাচন নয়৷ ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্যাপক ব্যবধানে না জিতলে আগামী দিনে ভারতবর্ষ বাঁচবে না৷ কৃষক, গরিবদের উপর অত্যাচার হচ্ছে, তফশিলিরা লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত৷ বিজেপি সরকারকে উৎখাত করতে না পারলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না৷ তিনি বলেন, ‘ভবানীপুর পথ দেখিয়েছে৷ সামশেরগঞ্জ, জঙ্গিপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের জিতিয়েছে৷ এবার গোসাবার কাছে সুযোগ৷ গোসাবার পালা৷’ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে গোসাবার মানুষ তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করকে জিতিয়েছিলন৷ কিন্তু কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ যার ফলে ফের এই কেন্দ্রে ভোট হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =