কলকাতা: নিউটাউনের অটো রুটে বহিরাগতদের ঢোকানোর চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা। বহিরাগতদের নিয়ে এসে নিউটাউন বাস স্ট্যান্ড থেকে নিউ টাউন হাজরা কালীবাড়ি রুটের অটো বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।
অভিযোগ, আজ সকালে বহিরাগতদের এনে নিউটাউন থেকে নিউটাউন হাজরা কালীবাড়ি রুটের অটো বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অটোচালকদের আরও অভিযোগ যে নিউটাউন থেকে নিউটাউন হাজরা কালীবাড়ি পর্যন্ত এটি অনেক পুরানো রুট। এখানে প্রথম থেকেই তারা পরিষেবা দিয়ে আসছে মানুষকে যদিও তাদের পারমিটের বয়স প্রায় পাঁচ বছর কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই রুটের ভিতর আরও একটি রুটের (নিউটাউন বাস স্ট্যান্ড থেকে নিউটাউন আর্ট গ্যালারি) অটো নামিয়েছে এবং আগের নিউটাউন থেকে নিউটাউন হাজরা কালীবাড়ি রুট দখল করতে চাইছে।
এই গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নিউটাউন ওয়াচ টাওয়ারের পাশে সারিসারি অটো দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অটোচালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। বিক্ষোভরত অটোচালকদের লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়া হয়। অটোচালকরা রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছে বলে তাদের দাবি। তাদের দাবি স্থানীয় তৃণমূল যুবনেতা আফতাব উদ্দিন টাকা খেয়ে বহিরাগতদের ঢোকাচ্ছে এবং ঝামেলা সৃষ্টি করছে।
অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ আফতাব উদ্দিন তিনি জানিয়েছেন- এদের মধ্যে মাঝে মধ্যে ঝামেলা হয়। নেতৃত্ব থেকে অনেকবার মিটিয়ে দেওয়া হয়েছে। লাস্ট বলে দেওয়া হয়েছে যে যেভাবে পারমিট পেয়েছে সে সেই মতো চলবে কিন্তু হাজরা কালীবাড়ি পর্যন্ত যে অটো রুট আছে তারা অন্য কাউকে দাঁড়াতে দিচ্ছে না। যদিও টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা বলে জানান মহম্মদ আফতাব উদ্দিন।