পাহাড়ে দুর্যোগের জেরে, টিকিট বাতিলের হিড়িক পর্যটকদের

পাহাড়ে দুর্যোগের জেরে, টিকিট বাতিলের হিড়িক পর্যটকদের

মালদা: পুজোর আগেই পর্যটকদের জন্য হাট করে খুলে দেওয়া হয়েছিল পাহাড়ে প্রবেশাধিকার৷ খুশিতে ডগমগ বাঙালি বুকিং করতে দেরি করেনি৷ কিন্তু বিধি বাম৷ টানা দুর্যোগ৷ পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে নেমেছে ধস৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের৷ এহেন পরিস্থিতিতে পাহাড় ভ্রমণের টিকিট বাতিলের হুড়োহুড়ি পড়ে গিয়েছে পর্যটকদের মধ্যে৷

রেলওয়ে সূত্রে খবর, ১৬ অক্টোবর ২৭৮ টি টিকিট,  ১৭ তারিখ ৬৫ টি,  ১৮ তারিখ ১৭১ টি , ১৯ তারিখ ১৭০টি, ২০ তারিখ ৫৯টি, ২১ তারিখ ২৭১টি, ২২ তারিখ ২১৭টি এবং ২৩ তারিখ ২৫৩ টি টিকিট ইতিমধ্যে বাতিল করেছেন পর্যটকরা।  প্রসঙ্গত গত কয়েকদিন আগে পাহাড়ের লাগাতার বৃষ্টিতে ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং যাওয়ার রাস্তা এলাকায় ধস নেমেছে। একাধিক রাস্তা বন্ধ হয়ে পড়েছে।  তাই  প্রাকৃতিক বিপর্যয় প্রভাব পড়েছে ভ্রমণ পিপাসু আম বাঙালির মধ্যে।

অথচ প্রতিবছর পুজোর ছুটিতে উত্তরবঙ্গের পাহাড় ও জঙ্গলের প্রাকৃতিক সোন্দর্য্য ভ্রমণপ্রিয় আম বাঙালির প্রিয় ডেস্টিনেশন। এবারেও ভ্রমণ পিপাসু বাঙালির প্ল্যানিং ছিল তেমনটাই৷ তবে লাগাতার বৃষ্টি, ধ্বস ও খারাপ আবহাওয়ার জেরে উত্তরবঙ্গ সফরের বহু টিকিট বাতিল করছেন পর্যটকরা। তাঁদের কথায়, টিভিতে পাহাড়ে ধস নামার যে দৃশ্য দেখলাম তারপর আর এখন যাওয়ার ঝুঁকি নেওয়া সম্ভব নয়৷
 মালদহের রূপা তালুকদার বলছিলেন, ‘‘টানা লকডাউনে দম বন্ধ অবস্থা৷ দু’বছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি৷ তাই ভেবেছিলাম, এবারে পাহাড়ে ঘুরতে যাব৷ তাই সপরিবারের টিকিটও কাটা হয়ে গিয়েছিল৷ কিন্তু এমন আবহাওয়াতে যাওয়া ঠিক হবে না৷ তাই টিকিট বাতিল করে দিলাম৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *