ফের অ্যাসিড হামলা, আক্রান্ত বধূ, গ্রেফতার তিন প্রতিবেশী

ফের অ্যাসিড হামলা, আক্রান্ত বধূ, গ্রেফতার তিন প্রতিবেশী

শ্যামনগর: ফের অ্যাসিড হামলার শিকার বধূ৷ হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার শ্যামনগর থানার নিরঞ্জন সেন পল্লী এলাকায়৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে৷

রবিবার সকাল দশটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্যামনগর থানা এলাকার নিরঞ্জন সেন পল্লীতে। আহত বধূর নাম, টুম্পা সরকার। বয়স ২২ বছর। অভিযোগ, এদিন সকালে বাড়ির কুয়োতলায় বাসন মাজছিলেন গৃহবধূ টুম্পা। তখনই ছাদের ওপর থেকে প্রতিবেশী যুবক বিপ্লব দত্ত ওরফে মাংকা তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে৷ ঘটনায় জখম হন গৃহবধূ৷

তাঁর চিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা৷ তৎক্ষনাৎ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতের স্বামী রাজু সরকার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপ্লব দত্ত, তার ভাই বিদুৎ দত্ত ও মা অনিমা দত্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পড়শিরা৷

 ঠিক কি কারণে এই অ্যাসিড হামলা, হামলাকারী কিভাবে এবং কোথা থেকে এই অ্যাসিড পেলেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ স্থানীয় বাসিন্দাদের কথায়, অ্যাসিড তো খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ৷ কিন্তু টাকা দিলে যে তা খোলা বাজারে পাওয়া যায়, এঘটনা থেকে তা স্পষ্ট৷ স্বাভাবিকভাবেই বাড়ছে আতঙ্ক৷ কারণ, যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে তো নিজের বাড়িও এখন আর নিরাপদ নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *